নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে চিরকুট লিখে এক এসএসসি পরীক্ষার্থীর (১৭) আত্মহত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানায়, একই গ্রামের আবুল কালামের ছেলে ইমন দীর্ঘ ৫ বছর যাবৎ বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী ওই তরুণীর সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করে। এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার ইমনকে বিয়ের চাপ সৃষ্টি করলে সে বিয়ে করতে রাজি না হওয়ায় আজ সকালে বিষপান করে ওই তরুণী আত্মহত্যা করে। বিষপানের আগে তার মৃত্যুর জন্য ইমনকে দায়ী করে ৪ পাতায় একটি চিরকুট লিখে যায়। ঘটনার পর থেকেই অভিযুক্ত ইমন ও তার পরিবার পলাতক রয়েছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।