হোম > অপরাধ > ঢাকা

রাজবাড়ীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা ইয়াবা, হেরোইনসহ গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি শেখ শাহীনকে (৩৪) হেরোইন, ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাতে গোয়ালন্দঘাট থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আজ রোববার দুপুরে গোয়ালন্দঘাট থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান।

স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ শাহীনের বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ চারটি মামলা রয়েছে। হেরোইন ও ইয়াবা উদ্ধারের ঘটনায় আজ আরেকটি মামলা করা হয়েছে। শেখ শাহীন উপজেলার উত্তর দৌলতদিয়ার ফেলু মোল্লারপাড়া এলাকার বাসিন্দা।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতেখারুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ৯টার দিকে পুলিশ উপজেলার দৌলতদিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় শেখ শাহীনের শয়নকক্ষের সোফার নিচ থেকে ১৬৩ গ্রাম হেরোইন ও ৯৬টি ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ইফতেখারুজ্জামান আরও বলেন, শেখ শাহীন দীর্ঘদিন রাজবাড়ীর বিভিন্ন এলাকায় মাদকের কারবার করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ আগে চারটি মামলা রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আজ আরেকটি মামলা দিয়ে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার এবং পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান