হোম > অপরাধ > ঢাকা

রাজবাড়ীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা ইয়াবা, হেরোইনসহ গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি শেখ শাহীনকে (৩৪) হেরোইন, ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাতে গোয়ালন্দঘাট থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আজ রোববার দুপুরে গোয়ালন্দঘাট থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান।

স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ শাহীনের বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ চারটি মামলা রয়েছে। হেরোইন ও ইয়াবা উদ্ধারের ঘটনায় আজ আরেকটি মামলা করা হয়েছে। শেখ শাহীন উপজেলার উত্তর দৌলতদিয়ার ফেলু মোল্লারপাড়া এলাকার বাসিন্দা।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতেখারুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ৯টার দিকে পুলিশ উপজেলার দৌলতদিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় শেখ শাহীনের শয়নকক্ষের সোফার নিচ থেকে ১৬৩ গ্রাম হেরোইন ও ৯৬টি ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ইফতেখারুজ্জামান আরও বলেন, শেখ শাহীন দীর্ঘদিন রাজবাড়ীর বিভিন্ন এলাকায় মাদকের কারবার করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ আগে চারটি মামলা রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আজ আরেকটি মামলা দিয়ে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার এবং পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ।

সাভারে সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত

যুগ্ম সচিবকে গাড়িতে জিম্মি করে ছয় লাখ টাকা দাবি করলেন চালক

বাসের ধাক্কায় লোহার গেট ভেঙে সিকিউরিটি গার্ড নিহত, রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগে ডিপো ইনচার্জ গ্রেপ্তার

চাঁদা না পেয়ে ডিশ-ইন্টারনেটের ব্যবসা দখল করতে যুবলীগ নেতাকে খুন—দাবি পরিবারের

হাদিকে গুলি: মূল আসামি ফয়সালকে মাইক্রোবাসে পালাতে সহায়তাকারী নুরুজ্জামান ৩ দিনের রিমান্ডে

নিরাপত্তা জোরদারে চেকপোস্ট বাড়াল ডিএমপি

মোহাম্মদপুরে মা–মেয়ে খুন: স্বামীর পর এবার গৃহকর্মী আয়েশার দায় স্বীকার

টাঙ্গাইলে দুই দিনে কুকুরের কামড়ে আহত ৪০

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

হাদির মস্তিষ্ক ছাড়া সব অঙ্গ সক্রিয়, স্থিতিশীল হওয়ার অপেক্ষা: ইনকিলাব মঞ্চ