হোম > অপরাধ > ঢাকা

পরীক্ষা থামিয়ে ১০ মিনিট শিক্ষার্থীদের সদুপদেশ দিলেন ওসি!

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

পরীক্ষা থামিয়ে ছাত্র-ছাত্রীদের উদ্দেশে ১০ মিনিট সদুপদেশ দিলেন থানার ওসি! এমন ঘটনাই ঘটেছে শিবালয় উপজেলার অন্যতম বিদ্যাপীঠ বরংগাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয়ে।

পরীক্ষা চলাকালীন হলে ঢুকে শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক বক্তব্য দিয়েছেন বরংগাইল হাইওয়ে থানার ওসি মো. জাকির হোসেন।

যৌন হয়রানি, বাল্যবিবাহ, মাদক, সতর্কতার সঙ্গে রাস্তা পারাপার, স্মার্টফোনের অপব্যবহার রোধ, সামাজিক মূল্যবোধসহ বিভিন্ন বিষয়ে প্রায় ১০ মিনিট বক্তব্য দেন ওসি। 

আজ বৃহস্পতিবার পরীক্ষা চলাকালীন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমানসহ অন্যান্য শিক্ষকদের উপস্থিতিতেই এসব বক্তব্য দেন হাইওয়ে থানার ওসি। 

একাধিক শিক্ষার্থীর অভিভাবক আজকের পত্রিকাকে বলেন, ওসি শিক্ষার্থীদের উদ্দেশে যে বক্তব্য দিয়েছেন তার বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনহিতকর। কিন্তু পরীক্ষা থামিয়ে এমন বক্তব্য দেওয়া কতটুকু যুক্তিসম্মত? 

এ ব্যাপারে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান বলেন, ‘পরীক্ষা চলাকালীন কক্ষে বক্তব্য দেওয়া আদৌ ঠিক হয়নি। তবে হাইওয়ে পুলিশের অনুরোধে আমি তাঁকে খুব অল্প সময়ের জন্য কথা বলার অনুমতি দিয়েছিলাম। ওসির বক্তব্যে যে সময় ব্যয় হয়েছে আমি শিক্ষার্থীদের জন্য তার দ্বিগুণ সময় বাড়িয়ে দিয়েছি।’ 

পরীক্ষা চলাকালীন ওসির বক্তব্য দেওয়াতে শিক্ষার্থীদের মনোযোগে ব্যাঘাত ঘটেছে কি না এমন প্রশ্নে প্রধান শিক্ষক বলেন, ‘ছাত্র-ছাত্রীদের কন্ট্রোল করার জন্য ওসি সাহেব এমন বক্তব্য দিয়েছেন। পরবর্তীতে এমন ঘটনার আর যেন পুনরাবৃত্তি না ঘটে সে দিকে নজর থাকবে।’ 

এটা যে ঠিক হয়নি সে কথা অবশ্য স্বীকার করেছেন হাইওয়ে থানার ওসি মো. জাকির হোসেনও। তিনি বলেন, ‘পরীক্ষা থামিয়ে আমার এমন বক্তব্য দেওয়া ঠিক হয়নি। বিষয়টি পরে অনুধাবন করতে পেরেছি।’ 

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক বলেন, ‘পরীক্ষা চলাকালীন হলে কোনো রকম বক্তব্য দেওয়ার বিধান নেই। পুলিশ কর্মকর্তা যদি এটি করে থাকেন তবে তিনি সম্পূর্ণ নিয়ম বহির্ভূত কাজ করেছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষকও এ কাজের জন্য অনুমতি দিতে পারেন না।’

‘যেকোনো মুহূর্তে’ যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে

ঘন কুয়াশায় সাড়ে ১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতকে ঘিরে শাহবাগ এলাকায় কড়া নিরাপত্তা

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগ মোড় থেকে সরে গেল ইনকিলাব মঞ্চ

রাত পেরিয়ে সকাল, শাহবাগ ছাড়েননি হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভকারীরা

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩