হোম > অপরাধ > ঢাকা

সোনারগাঁয়ে নৃত্যশিল্পীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৪ 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চৌত্রাপাশা গ্রামে গতকাল বুধবার রাতে গণধর্ষণের শিকার হন এক নৃত্যশিল্পী (১৯)। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে সাতজনকে আসামি করে সোনারগাঁ থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে রাতেই চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। মামলার অপর তিন আসামি পালিয়ে যায়।

গ্রেপ্তাররা হলেন—উপজেলার চৌত্রাপাশা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে ইসরাফিল (৩৩), আব্দুল হকের ছেলে রুহুল আমিন (২০), মৃত লাল মিয়ার ছেলে বাবু (২৬) ও তালেব আলীর ছেলে খোকন আলম (২৬)।

তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক জাকির রব্বানী জানান, গতকাল বুধবার সন্ধ্যার পর উপজেলার সাদিপুর ইউনিয়নের ভরগাঁও গ্রামে এক শিশুর জন্মদিনের অনুষ্ঠানে এক নারী (১৯) নৃত্য পরিবেশন করেন। পরে রাত ১টার দিকে পায়ে হেঁটে নয়াপুর বাজার ফেরার পথে চৌত্রাপাশা হাবুরটেক দাইয়ানের বাড়ির সামনে পৌঁছানোর পর স্থানীয় ইসরাফিল, রুহুল আমিন, বাবু, খোকন আলম, ইমডান, রবিন, মামুনসহ একটি সংঘবদ্ধ দল নৃত্যশিল্পী দলনেতাকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং নৃত্যশিল্পী ওই নারীকে অন্যত্র নিয়ে গণধর্ষণ করে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ধর্ষণ মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন