হোম > অপরাধ > ঢাকা

মাটি ইটের গুঁড়া দিয়ে তৈরি হচ্ছিল সার, কারখানা সিলগালা

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় মাটি, বালি, ইটের গুঁড়া ও কুচি পাথরের সঙ্গে রং ও বিভিন্ন রাসায়নিক মিশিয়ে তৈরি হচ্ছিল সার ও কীটনাশক। রাজবাড়ীর পাংশায় এমন একটি অবৈধ সার কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

কারখানাটি উপজেলার পাট্টা ইউনিয়নের পুঁইজোর বাজার মাদ্রাসা সংলগ্ন পোস্ট অফিসের পেছনে বঙ্গবন্ধু নতুন বাজারে অবস্থিত। অভিযান পরিচালনার সময় কারখানার কাউকে পাওয়া যায়নি।

আজ শনিবার বেলা ১টার সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন। 

সহকারী কমিশনার নুজহাত জানান, কারখানাটিতে নামীদামি ব্র্যান্ডের ওষুধ কোম্পানির মোড়ক, বস্তাভর্তি মাটি, বালি, ইটের গুঁড়া, কুচি পাথর ও রংসহ বিভিন্ন ধরনের রাসায়নিক পাওয়া গেছে। তবে কারখানায় কাউকে না পাওয়ায় স্থানীয় ইউপি সদস্য মো. জাকির হাসানের জিম্মায় কারখানাটি সিলগালা করা হয়েছে। এ ব্যাপারে আগামীকাল রোববার পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যবস্থা নেবেন। 

স্থানীয়রা জানান, বিগত তিন থেকে চার মাস যাবৎ কামরুল হাসান নামের এক ব্যক্তি বাজারের কয়েকটি ঘর ভাড়া নিয়ে কারখানাটি পরিচালনা করে আসছেন। কামরুল হাসান বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের আনন্দ বাজার গ্রামের ইসলাম শেখের (মৃত) ছেলে। 

এ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ ও পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আমজাদ হোসেন সহ থানা পুলিশের একটি টিম।

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন