হোম > অপরাধ > ঢাকা

মাটি ইটের গুঁড়া দিয়ে তৈরি হচ্ছিল সার, কারখানা সিলগালা

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় মাটি, বালি, ইটের গুঁড়া ও কুচি পাথরের সঙ্গে রং ও বিভিন্ন রাসায়নিক মিশিয়ে তৈরি হচ্ছিল সার ও কীটনাশক। রাজবাড়ীর পাংশায় এমন একটি অবৈধ সার কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

কারখানাটি উপজেলার পাট্টা ইউনিয়নের পুঁইজোর বাজার মাদ্রাসা সংলগ্ন পোস্ট অফিসের পেছনে বঙ্গবন্ধু নতুন বাজারে অবস্থিত। অভিযান পরিচালনার সময় কারখানার কাউকে পাওয়া যায়নি।

আজ শনিবার বেলা ১টার সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন। 

সহকারী কমিশনার নুজহাত জানান, কারখানাটিতে নামীদামি ব্র্যান্ডের ওষুধ কোম্পানির মোড়ক, বস্তাভর্তি মাটি, বালি, ইটের গুঁড়া, কুচি পাথর ও রংসহ বিভিন্ন ধরনের রাসায়নিক পাওয়া গেছে। তবে কারখানায় কাউকে না পাওয়ায় স্থানীয় ইউপি সদস্য মো. জাকির হাসানের জিম্মায় কারখানাটি সিলগালা করা হয়েছে। এ ব্যাপারে আগামীকাল রোববার পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যবস্থা নেবেন। 

স্থানীয়রা জানান, বিগত তিন থেকে চার মাস যাবৎ কামরুল হাসান নামের এক ব্যক্তি বাজারের কয়েকটি ঘর ভাড়া নিয়ে কারখানাটি পরিচালনা করে আসছেন। কামরুল হাসান বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের আনন্দ বাজার গ্রামের ইসলাম শেখের (মৃত) ছেলে। 

এ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ ও পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আমজাদ হোসেন সহ থানা পুলিশের একটি টিম।

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯