হোম > অপরাধ > ঢাকা

প্রকৌশলীর স্বাক্ষর জাল করে ওয়াসা কর্মকর্তার রাস্তা খোঁড়াখুঁড়ি, ব্যবস্থা নেবেন মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলীর স্বাক্ষর জাল করে রাজধানীর বিভিন্ন সড়ক খননকে অত্যন্ত ন্যক্কারজনক বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছেন, ‘এ ধরনের কর্মকাণ্ডে সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের সুযোগ থাকে না। একটা সংস্থা কীভাবে এ কাজ করতে পারে! এটা খুবই ন্যক্কারজনক ও দুঃখজনক।’

আজ মঙ্গলবার আজিমপুর আধুনিক নগর মার্কেটের উদ্বোধন ও দোকানের চূড়ান্ত বরাদ্দপত্র ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মেয়র।

ঢাকা ওয়াসার যে কর্মকর্তা স্বাক্ষর জালিয়াতি করেছেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে মেয়র বলেন, ‘এ বিষয়টি আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানাব। আশা করব মন্ত্রণালয় এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেবে।’

দোকান বরাদ্দ বিষয়ে মেয়র বলেন, এটি আগে তুলা মার্কেট নামে পরিচিত ছিল। মাত্র ১৫ জন দোকানি জরাজীর্ণ অবস্থায় এখানে ব্যবসা করতেন। আমরা যখন এ মার্কেট নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করি অনেকে শঙ্কিত ছিলেন। কারণ আগে দেখা যেত ক্ষতিগ্রস্তরা ক্ষতিগ্রস্তই থেকে যায়। এক মেয়র যায়, আরেক মেয়র আসে। ১৩, ১৫ এমনকি ১৮ বছরও পেরিয়ে যায়, কিন্তু মার্কেট নির্মাণ সম্পন্ন হয় না। স্বাভাবিকভাবে ব্যবসায়ীদের মধ্যে শঙ্কা ছিল তাঁরা ফিরে আসতে পারবেন কিনা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রতিশ্রুতি রক্ষা করেছে। আমরা শুধু ক্ষতিগ্রস্তই না, ১১৭ জনের জন্য রুটি–রুজির ব্যবস্থা করেছি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা–৭ আসনের সংসদ সদস্য মো. সোলাইমান সেলিম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ