হোম > অপরাধ > ঢাকা

গভীর রাতে চনপাড়ায় গোলাগুলি ‘মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে’ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া এলাকায় মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত দফায় দফায় এই সংঘর্ষ হয়। পুলিশ জানায়, মাদক কারবারি শাহাব উদ্দিন ও জয়নাল বাহিনীর মধ্যে এই সংঘর্ষ চলে রাতভর।

সংঘর্ষে মো. সানি (১৮), সম্রাট পারভেজ (২১) ও রোমান (১৮) নামে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।

চনপাড়ার স্থানীয় বাসিন্দারা জানান, ইউপি সদস্য ও মাদক ব্যবসার নিয়ন্ত্রক হিসেবে পরিচিত বজলুর রহমান মারা যাওয়ার পরে আধিপত্য নিয়ে কোন্দল শুরু হয়। চনপাড়া এলাকার মাদক ব্যবসা নিয়ন্ত্রণে নেওয়াকে কেন্দ্র করে শাহাব উদ্দিন ও তাঁর সহযোগী শমসের সঙ্গে জয়নাল আবেদীন বাহিনীর সংঘর্ষ হয়। আহতদের মধ্যে গুলিবিদ্ধ তিনজনই জয়নাল আবেদীনের অনুসারী।

এ বিষয়ে নারায়ণগঞ্জ পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) আবির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল রাত থেকেই চনপাড়ায় উত্তেজনা শুরু হয়। রাত ২টার দিকে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এতে বেশ কয়েকজন আহত ও তিনজন গুলিবিদ্ধ হওয়ার কথা শুনেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চনপাড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

সংঘর্ষের বিষয়ে জানতে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট