হোম > অপরাধ > ঢাকা

গভীর রাতে চনপাড়ায় গোলাগুলি ‘মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে’ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া এলাকায় মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত দফায় দফায় এই সংঘর্ষ হয়। পুলিশ জানায়, মাদক কারবারি শাহাব উদ্দিন ও জয়নাল বাহিনীর মধ্যে এই সংঘর্ষ চলে রাতভর।

সংঘর্ষে মো. সানি (১৮), সম্রাট পারভেজ (২১) ও রোমান (১৮) নামে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।

চনপাড়ার স্থানীয় বাসিন্দারা জানান, ইউপি সদস্য ও মাদক ব্যবসার নিয়ন্ত্রক হিসেবে পরিচিত বজলুর রহমান মারা যাওয়ার পরে আধিপত্য নিয়ে কোন্দল শুরু হয়। চনপাড়া এলাকার মাদক ব্যবসা নিয়ন্ত্রণে নেওয়াকে কেন্দ্র করে শাহাব উদ্দিন ও তাঁর সহযোগী শমসের সঙ্গে জয়নাল আবেদীন বাহিনীর সংঘর্ষ হয়। আহতদের মধ্যে গুলিবিদ্ধ তিনজনই জয়নাল আবেদীনের অনুসারী।

এ বিষয়ে নারায়ণগঞ্জ পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) আবির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল রাত থেকেই চনপাড়ায় উত্তেজনা শুরু হয়। রাত ২টার দিকে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এতে বেশ কয়েকজন আহত ও তিনজন গুলিবিদ্ধ হওয়ার কথা শুনেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চনপাড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

সংঘর্ষের বিষয়ে জানতে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি, গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে ১৫ জানুয়ারি

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান