হোম > অপরাধ > ঢাকা

যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যান উল্টে পথচারী নিহত

ঢামেক প্রতিনিধি

রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ মোড়ে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে জাহিদ মোল্লা (৩৭) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কাভার্ড ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই জাহিদ মোল্লা নিহত হন। পরে পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

নিহত জাহিদের চাচাতো ভাই সিহাব মোল্লা জানান, তাঁদের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পশ্চিম কৃষ্ণপুর গ্রামে। বাবার নাম মৃত মোস্তফা মোল্লা। জাহিদ পেশায় রংমিস্ত্রি ছিলেন। চট্টগ্রামে কাজ শেষে করে সকালেই ঢাকায় আসেন জাহিদ। এখান থেকে গ্রামের বাড়ি যাওয়ার কথা ছিল তাঁর। জাহিদ দুই ছেলে ও এক মেয়ের বাবা।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. ওসমান আলী জানান, সকালে গোলাপবাগ মোড়ে একটি কাভার্ড ভ্যান ঢাল থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে শ্যামলী পরিবহনের একটি বাসের পেছনে ধাক্কা দেয়। এরপর ভ্যানটি উল্টে যায়। এতে কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে মারা যান জাহিদ নামে ওই পথচারী। খবর পেয়ে গাড়ির নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এসআই আরও জানান, গাড়ি দুটি জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ

জুমার নামাজের পর আরও উত্তাল শাহবাগ, বড় হচ্ছে জমায়েত

ওসমান হাদি হত্যার প্রতিবাদে ফরিদপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান

আবারও ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি

প্রথম আলো কার্যালয়ে পুলিশের ব্যারিকেড, সিআইডির নমুনা সংগ্রহ

হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগে ছাত্র-জনতার অবস্থান বাড়ছে

ধানমন্ডির ছায়ানট ভবনে অগ্নিসংযোগ, নিরাপত্তা জোরদার