হোম > অপরাধ > ঢাকা

স্কুলব্যাগে ভরে কুরিয়ার সার্ভিসে এল ৫০ হাজার ইয়াবা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্কুলব্যাগে ভরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পার্সেলের মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকা মতিঝিল এলাকার ব্রাঞ্চে এসেছে ৫০ হাজার পিস ইয়াবার একটি চালান। এই চালান ঢাকায় আনার সঙ্গে যুক্ত মো. সাইফুল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

চালান জব্দ ও একজন গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন অধিদপ্তরের উপপরিচালক মো. মেহেদী হাসান। 

মেহেদী  বলেন, আজ (শুক্রবার) রাত আটটায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজধানীর মতিঝিলের হোটেল পূর্বাণীসংলগ্ন ৫ নম্বর দিলকুশা এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে ৫০ হাজার ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার সাইফুলকে সঙ্গে ওই কুরিয়ার সার্ভিসে অভিযান চলছে। 

অভিযানের নেতৃত্ব দিয়েছেন অধিদপ্তরের উপপরিচালক মো. শামীম হাসান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা গোপন সংবাদ পাই, চট্টগ্রাম থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ৫০ হাজার পিস ইয়াবার চালান আসছে ঢাকায়। আমরা প্রথমে ঢাকায় এই চালান যে গ্রহণ করবে তাকে খুঁজে বের করি। খোঁজ নিয়ে জানতে পারি, যে চালান গ্রহণ করবে তার নাম সাইফুল। প্রথমে আমরা তাকে আটক করে এই কুরিয়ারে নিয়ে আসি। তার মাধ্যমে ইয়াবার চালানের পার্সেলটি গ্রহণ করি। পার্সেল খুলে দেখি স্কুলব্যাগে করে বিশেষভাবে ৫০ হাজার ইয়াবা চট্টগ্রাম থেকে ঢাকায় পাঠানো হয়েছে। এরপর সাইফুলকে গ্রেপ্তার করে আমরা তাকে জিজ্ঞাসবাদ করি।’

সাইফুলের থেকে পাওয়া তথ্য নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই এলাকায় অভিযান পরিচালনা করছেন বলে জানান এই কর্মকর্তা।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে