হোম > অপরাধ > ঢাকা

স্কুলব্যাগে ভরে কুরিয়ার সার্ভিসে এল ৫০ হাজার ইয়াবা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্কুলব্যাগে ভরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পার্সেলের মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকা মতিঝিল এলাকার ব্রাঞ্চে এসেছে ৫০ হাজার পিস ইয়াবার একটি চালান। এই চালান ঢাকায় আনার সঙ্গে যুক্ত মো. সাইফুল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

চালান জব্দ ও একজন গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন অধিদপ্তরের উপপরিচালক মো. মেহেদী হাসান। 

মেহেদী  বলেন, আজ (শুক্রবার) রাত আটটায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজধানীর মতিঝিলের হোটেল পূর্বাণীসংলগ্ন ৫ নম্বর দিলকুশা এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে ৫০ হাজার ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার সাইফুলকে সঙ্গে ওই কুরিয়ার সার্ভিসে অভিযান চলছে। 

অভিযানের নেতৃত্ব দিয়েছেন অধিদপ্তরের উপপরিচালক মো. শামীম হাসান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা গোপন সংবাদ পাই, চট্টগ্রাম থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ৫০ হাজার পিস ইয়াবার চালান আসছে ঢাকায়। আমরা প্রথমে ঢাকায় এই চালান যে গ্রহণ করবে তাকে খুঁজে বের করি। খোঁজ নিয়ে জানতে পারি, যে চালান গ্রহণ করবে তার নাম সাইফুল। প্রথমে আমরা তাকে আটক করে এই কুরিয়ারে নিয়ে আসি। তার মাধ্যমে ইয়াবার চালানের পার্সেলটি গ্রহণ করি। পার্সেল খুলে দেখি স্কুলব্যাগে করে বিশেষভাবে ৫০ হাজার ইয়াবা চট্টগ্রাম থেকে ঢাকায় পাঠানো হয়েছে। এরপর সাইফুলকে গ্রেপ্তার করে আমরা তাকে জিজ্ঞাসবাদ করি।’

সাইফুলের থেকে পাওয়া তথ্য নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই এলাকায় অভিযান পরিচালনা করছেন বলে জানান এই কর্মকর্তা।

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত