হোম > অপরাধ > ঢাকা

পরীমণির অভিযোগের তদন্ত করবে ঢাকা বোট ক্লাব

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: রাজধানী থেকে আব্দুল্লাহপুর হয়ে যেতে হয় বিরুলিয়া। প্রধান সড়কের পাশেই ঢাকা বোট ক্লাবের অবস্থান। গত ৯ জুন দিবাগত রাতে এই ক্লাবেই নির্যাতনের শিকার হন বলে অভিযোগ করেছেন জনপ্রিয় নায়িকা পরীমণি। বিষয়টি নিয়ে ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পর গতকাল রোববার দিবাগত রাতে সংবাদ সম্মেলনে নাম উল্লেখের পরই আলোচনায় এসেছে শৌখিনদের এই ক্লাব।

আজ সোমবার সকাল থেকেই গণমাধ্যমের চোখ ক্লাবের দরজায়। যদিও ক্লাব এখন তালাবদ্ধ। কোনো নোটিশ ছাড়াই ক্লাব বন্ধ হওয়ায়, ফিরে গেছেন বোটিং করতে আসা সদস্যরা। আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া ভেতরে সবার প্রবেশ নিষেধ। যাঁরা ক্লাবে আসছেন তাঁদের সবাইকে এ তথ্য দিচ্ছেন ক্লাবের সিকিউরিটি সুপারভাইজার হৃদয়।

ধীরে ধীরে ক্লাবের সামনে গণমাধ্যম কর্মীদের ভিড় বাড়তে থাকে। দুপুর দেড়টার দিকে কথা বলতে আসেন ক্লাবের বর্তমান নির্বাহী কমিটির সদস্য বখতিয়ার আহমেদ খান। তিনি সাংবাদিকদের বলেন, ‘এমন একটি ঘটনা আমরা কখনোই আশা করি নাই। পরীমণি একজন সম্মানিত অভিনেত্রী।’ সে রাতের ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘অভিযোগ প্রমাণিত হলে, নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে ক্লাবের নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এরই মধ্যে তদন্ত শুরু করা হয়েছে। এ ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে আরও সতর্ক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তবে ৯ জুন ঘটনার দিন রাত ১১টায় ক্লাব বন্ধের নিয়ম থাকলেও গভীর রাতে নাসির উদ্দিনসহ আরও লোকজনের অবস্থানের কারণ জানতে চাইলে সদুত্তর দিতে পারেননি বখতিয়ার আহমেদ। সিসি ক্যামেরায় কী দেখা গেছে, জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি এখন পুলিশের তত্ত্বাবধানে আছে।

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে