হোম > অপরাধ > ঢাকা

খিলগাঁওয়ে ৩ দিন পর মিললো নিখোঁজ শিশুর মরদেহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিখোঁজের ৩ দিন পর সোমবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে হারিয়ে যাওয়া শিশু জিসানুল ইসলাম আকাইদের (৫) মরদেহ উদ্ধার করেছে খিলগাঁও থানা-পুলিশ। পুলিশ ও জিসানের স্বজনরা বলছে, অপহরণের পর জিসানকে হত্যা করা হয়েছে। 

সোমবার দুপুরে খিলগাঁওয়ের নন্দীপাড়া নুর মসজিদ এলাকার একটি পরিত্যক্ত বাসার দ্বিতীয় তলা থেকে জিসানের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় শিশুটির হাত বাঁধা ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়। জিসান নন্দীপাড়ার বাসিন্দা জরিনা আক্তার ও আব্দুল মালেকের ছেলে। 
 
গত শুক্রবার বিকেল ৩টা ৫০ এর দিকে বাসার সামনে থেকেই হারিয়ে যায় জিসান। হারানোর পর এলাকায় মাইকিং করা হলেও তাঁকে খুঁজে পাওয়া যায়নি। সেদিনই খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরদিন শনিবার জিসানের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয় বলে জানিয়েছে পুলিশ। 

খিলগাঁও থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘৬ তারিখ সন্ধ্যায় তাঁর পরিবার একটি জিডি করে। কিন্তু পরে তাঁরা একটি সিসিটিভির ফুটেজে দেখতে পান, জিসান বাসার সামনের রাস্তায় খেলা করছিল। সেখান থেকে একজন রিকশাচালক এসে তাঁকে রিকশায় করে নিয়ে যায়। এরপর তাঁরা মামলা করেন।’ 

তিনি আরও বলেন, ‘মামলার পর আমরা এটা নিয়ে তদন্ত শুরু করি। আজ সকালে নুর মসজিদ এলাকারই বাবু নামের স্থানীয় এক বাড়িওয়ালা তাঁর পাশের বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় একটি শিশুকে পড়ে থাকতে দেখে আমাদের জানালে আমরা শিশুটির মরদেহ উদ্ধার করি। পরে জিসানের পরিবার তাঁর লাশ শনাক্ত করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

খিলগাঁও থানার ওসি ফারুকুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘জিসানের পরিবার ৭ আগস্ট থানায় অপহরণ মামলা করেন। আজ সকালে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের সময় শিশুর হাত বাঁধা ছিল, গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে অপহরণের পরে তাঁকে হত্যা করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানার জন্য তদন্ত অব্যাহত রয়েছে।’

দুই বছরের আগে ভাড়া বাড়ানো যাবে না—বাড়িওয়ালাদের ডিএনসিসির নির্দেশ

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের