হোম > অপরাধ > ঢাকা

নিখোঁজের ৩ দিন পর মিলল কিশোরের মরদেহ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

কায়েস ও সায়মন যমজ ভাই। অভাবের তাড়নায় দুজনেই যুক্ত হয়েছেন হোসিয়ারি কারখানায়। দায়িত্ববোধে কায়েস (১৬) একধাপ এগিয়ে। দিনে হোসিয়ারি কারখানায় কাজ করে রাতে বের হন ইজিবাইক নিয়ে। প্রতিদিনের মতো গত ২৮ সেপ্টেম্বর রাতে বের হয়েছিল কায়েস। কিন্তু আর ঘরে ফিরেনি সে। তিন দিন নিখোঁজ থাকার পর আজ শনিবার সকালে বিলের মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের নদপদী এলাকা থেকে কায়েসের মরদেহ উদ্ধার করা হয়। সে বন্দর থানাধীন নবীগঞ্জ এলাকার কাশেম মিয়ার ছেলে। মরদেহে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর রাতে ৩ যাত্রী নিয়ে গ্যারেজ থেকে ইজিবাইক নিয়ে বের হয় কায়েস। এরপর থেকেই তার মোবাইল বন্ধ পাওয়া যায়। ঘটনার পরদিন থানায় সাধারণ ডায়েরি দায়ের করে কায়েসের পরিবার। এরই মধ্যে গতকাল শুক্রবার বন্দরের মদনপুর এলাকা থেকে কায়েসের ব্যবহৃত ইজিবাইকটি রাস্তার পাশ থেকে উদ্ধার করে গ্যারেজ মালিক। কিন্তু সন্ধান মেলেনি কায়েসের। 

শনিবার সকালে বন্দরের নদপদী এলাকার বাসিন্দারা বিলের ভেতর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ কায়েসের পরিবারকে খবর দিয়ে নিয়ে আসে। ঘটনাস্থলে ভাইয়ের মরদেহ শনাক্ত করে কায়েসের যমজ ভাই সায়মন (১৬)। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার ৩ থেকে ৫ জনকে অজ্ঞাত আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

নিহতের মামা মিঠুন আজকের পত্রিকাকে বলেন, ‘দুইটা ভাই এক সাথে বড় হইছে। আজকে এক ভাই আরেক ভাইয়ের লাশ লাশ চিনল। এর চেয়ে কষ্টের কী আছে? আমার বোন কেমনে থাকবো জানি না। ওগো (ঘাতক) ইজিবাইক নিতে হইলে নিয়া যাইতো। এমন বাচ্চা মানুষটারে খুন করতে হইলো কী কারণে?’

ঘটনাস্থলে যাওয়া বন্দর থানার উপপরিদর্শক (এসআই) শিহাব আহমেদ বলেন, নিহতের মরদেহ তার ভাই জামা কাপড় দেখে শনাক্ত করেছে। ধারণা করা হচ্ছে ইজিবাইক ছিনিয়ে নেওয়ার জন্যই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে ছিনতাইকারীরা। মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

একই বিষয়ে বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, নিহতের পরিবার বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছেন। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

‘যেকোনো মুহূর্তে’ যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন