হোম > অপরাধ > ঢাকা

অতিথিকে নিয়ে এক কক্ষে ঘুম, সকালে কবিরাজের গলাকাটা লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক কবিরাজের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার চটলার মাঠ এলাকার একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পরিবারের সদস্যরা বলছেন, রাতে কবিরাজের সঙ্গে এক অতিথি ঘুমিয়েছিলেন। সকালে ডাকাডাকির পর সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে তাঁর গলাকাটা লাশ দেখা যায়। ঘটনার পর থেকে ওই অতিথির খোঁজ পাওয়া যাচ্ছে না।

আল আমিন শেখ (৪৮) পিরোজপুর জেলার দক্ষিণ পুকুরিয়া গ্রামের হারুনুর রশীদের ছেলে। তিনি কবিরাজি করতেন। এর আগে জাহাজের বাবুর্চির কাজ করতেন। স্ত্রী ও এক ছেলেকে নিয়ে ধর্মগঞ্জে ভাড়া বাসায় থাকতেন।

নিহতের ভাই আলিম শেখ বলেন, তিন বছর আগে জাহাজে চাকরির সময় হাফেজ মাস্টার নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর ভাইয়ের পরিচয় হয়। হাফেজ মাস্টার প্রায়ই তাঁর ভাইয়ের বাড়িতে আসতেন এবং রাতে থাকতেন।

গতকাল বৃহস্পতিবার রাতেও হাফেজ মাস্টার বাসায় এলে তাঁর ভাইয়ের সঙ্গে এক কক্ষে ঘুমিয়ে পড়েন। সকালে ডাকাডাকির পরও না উঠলে দরজা ভেঙে আল আমিনের গলাকাটা লাশ দেখতে পাওয়া যায়। ঘটনার পর থেকে হাফেজ মাস্টার পলাতক। 

ফতুল্লা থানার ওসি নূরে আযম মিয়া বলেন, হত্যার রহস্য উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিকে ধরতে পুলিশ কাজ করছে।

মাহদীর মুক্তির দাবিতে বৈছাআ নেতা-কর্মীদের শাহবাগ অবরোধ

হাদি হত্যা মামলার চার্জশিট না দেওয়া পর্যন্ত ‘মার্চ ফর ইনসাফ’ করবে ইনকিলাব মঞ্চ

ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ, থানায় লাশ রেখে ৪ লাখে রফাদফা

ভেনেজুয়েলা তেলশিল্পকে রাষ্ট্রীয়করণ করায় যুক্তরাষ্ট্রের হামলা: উদীচী

বুয়েটের নকশা করা ব্যাটারি রিকশা ঢাকার যে দুটি এলাকায় চলাচলের অনুমতি পেল

মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তাসনিম জারা

হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ