হোম > অপরাধ > ঢাকা

অতিথিকে নিয়ে এক কক্ষে ঘুম, সকালে কবিরাজের গলাকাটা লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক কবিরাজের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার চটলার মাঠ এলাকার একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পরিবারের সদস্যরা বলছেন, রাতে কবিরাজের সঙ্গে এক অতিথি ঘুমিয়েছিলেন। সকালে ডাকাডাকির পর সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে তাঁর গলাকাটা লাশ দেখা যায়। ঘটনার পর থেকে ওই অতিথির খোঁজ পাওয়া যাচ্ছে না।

আল আমিন শেখ (৪৮) পিরোজপুর জেলার দক্ষিণ পুকুরিয়া গ্রামের হারুনুর রশীদের ছেলে। তিনি কবিরাজি করতেন। এর আগে জাহাজের বাবুর্চির কাজ করতেন। স্ত্রী ও এক ছেলেকে নিয়ে ধর্মগঞ্জে ভাড়া বাসায় থাকতেন।

নিহতের ভাই আলিম শেখ বলেন, তিন বছর আগে জাহাজে চাকরির সময় হাফেজ মাস্টার নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর ভাইয়ের পরিচয় হয়। হাফেজ মাস্টার প্রায়ই তাঁর ভাইয়ের বাড়িতে আসতেন এবং রাতে থাকতেন।

গতকাল বৃহস্পতিবার রাতেও হাফেজ মাস্টার বাসায় এলে তাঁর ভাইয়ের সঙ্গে এক কক্ষে ঘুমিয়ে পড়েন। সকালে ডাকাডাকির পরও না উঠলে দরজা ভেঙে আল আমিনের গলাকাটা লাশ দেখতে পাওয়া যায়। ঘটনার পর থেকে হাফেজ মাস্টার পলাতক। 

ফতুল্লা থানার ওসি নূরে আযম মিয়া বলেন, হত্যার রহস্য উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিকে ধরতে পুলিশ কাজ করছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট