হোম > অপরাধ > ঢাকা

মায়ের শাড়িতে ঝুলছিল ছেলের লাশ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে মায়ের শাড়ি গলায় পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় গণেশ চন্দ্র শীল  (২২)  নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (৫ অক্টোবর)  উপজেলার বক্তারপুর ইউনিয়নের উত্তর ফুলদী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক  (এসআই)  শামীম মিয়া।

গণেশ চন্দ্র উত্তর ফুলদী গ্রামের গোপাল চন্দ্র শীলের ছেলে। তিনি টাঙ্গাইলে একটি সরকারি বাহিনীর ক্যাম্পে নরসুন্দরের কাজ করতেন।

পরিবারের বরাত দিয়ে এসআই শামীম মিয়া জানান, পূজা উদ্‌যাপন করতে গণেশ চন্দ্র শীল কর্মস্থল থেকে বাড়ি এসেছিলেন। গত মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে বাবার সঙ্গে খাবার খেয়ে যথারীতি নিজের কক্ষে ঘুমাতে যান। সকালে বাবা ডাকতে গিয়ে সাড়াশব্দ না পেয়ে পাশের কক্ষের দরজা খুলে ভেতরে গিয়ে দেখেন, গণেশ তাঁর মায়ের শাড়ি গলায় পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলছেন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

এসআই আরও জানান, দুপুরে গণেশের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে প্রেমঘটিত কোনো কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

স্থানীয়রা জানান, গণেশের ব্যবহৃত মোবাইল ফোন ভাঙা অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তিনি রাতে মোবাইলে কারও সঙ্গে ঝগড়া করে এই আত্মহত্যার করেছেন। তবে মোবাইলের সিম ও মেমোরি কার্ড পাওয়া যায়নি।

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত