হোম > অপরাধ > ঢাকা

জেলের ভেতরে ডাকাত চক্র গড়ে তোলেন সালাম মাতবর

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

মহাসড়কে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার হন সালাম মাতবর। গ্রেপ্তারের পর তিনি জেলখানায় গড়ে তোলেন ডাকাত দল। তারপর জামিনে বেরিয়ে ফের শুরু করেন মহাসড়কে ডাকাতি। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজ বুধবার আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন।

এর আগে উত্তরা ৩ নম্বর সেক্টর থেকে মঙ্গলবার গভীর রাতে মহাসড়কে গাড়ি থামিয়ে ডাকাতির চেষ্টাকালে ডাকাত দলের মূল হোতা সালাম মাতবরসহ (৫৩) তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। বাকিরা হলেন ইকরাম আলী মুন্সি (৩৮) ও শাহীন আলম ওরফে প্রকাশ আলম (২৪)। গ্রেপ্তারকালে তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি চাকু জব্দ করা হয়েছে।

ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘গ্রেপ্তারকৃতরা সবাই মহাসড়কের ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তাঁরা গাড়ি ভাড়া করে মহাসড়কে ডাকাতি করতেন। গ্রেপ্তার হওয়া ডাকাত চক্রের মূল হোতা সালামের বিরুদ্ধে চারটি ডাকাতি মামলা রয়েছে। বাকি দুজনের বিরুদ্ধেও বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।’

ওসি বলেন, ‘এসব মামলায় জেলে থাকার সময়ই বাকি ডাকাতদের সঙ্গে সালামের পরিচয় হয়। তখনই তাঁদের নিয়ে এই ডাকাত দল গঠন করেন সালাম। তাঁরা বিভিন্ন গ্যারেজ থেকে প্রথমে গাড়ি ভাড়া করেন। এরপর প্রবাসীদের টার্গেট করেন।’

ওসি আরও বলেন, যেসব প্রবাসী একা আসেন বা সঙ্গে শুধু নারী থাকেন, তাঁদের যাত্রী হিসেবে গাড়িতে তুলে নিত ডাকাত চক্রটি। পরে নির্জন কোনো স্থানে নিয়ে চাকু, ছুরির ভয় দেখিয়ে সব লুটে নিত। এ ছাড়া ডাকাত চক্রটি রাতে মহাসড়কে অবস্থান করে। এরপর প্রাইভেট কার বা সিএনজিচালিত গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে সব কেড়ে নিত।

ওসি মহসীন বলেন, এ ঘটনায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করা হয়েছে। বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নেওয়া হলে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। 

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে