হোম > অপরাধ > ঢাকা

জেলের ভেতরে ডাকাত চক্র গড়ে তোলেন সালাম মাতবর

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

মহাসড়কে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার হন সালাম মাতবর। গ্রেপ্তারের পর তিনি জেলখানায় গড়ে তোলেন ডাকাত দল। তারপর জামিনে বেরিয়ে ফের শুরু করেন মহাসড়কে ডাকাতি। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজ বুধবার আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন।

এর আগে উত্তরা ৩ নম্বর সেক্টর থেকে মঙ্গলবার গভীর রাতে মহাসড়কে গাড়ি থামিয়ে ডাকাতির চেষ্টাকালে ডাকাত দলের মূল হোতা সালাম মাতবরসহ (৫৩) তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। বাকিরা হলেন ইকরাম আলী মুন্সি (৩৮) ও শাহীন আলম ওরফে প্রকাশ আলম (২৪)। গ্রেপ্তারকালে তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি চাকু জব্দ করা হয়েছে।

ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘গ্রেপ্তারকৃতরা সবাই মহাসড়কের ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তাঁরা গাড়ি ভাড়া করে মহাসড়কে ডাকাতি করতেন। গ্রেপ্তার হওয়া ডাকাত চক্রের মূল হোতা সালামের বিরুদ্ধে চারটি ডাকাতি মামলা রয়েছে। বাকি দুজনের বিরুদ্ধেও বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।’

ওসি বলেন, ‘এসব মামলায় জেলে থাকার সময়ই বাকি ডাকাতদের সঙ্গে সালামের পরিচয় হয়। তখনই তাঁদের নিয়ে এই ডাকাত দল গঠন করেন সালাম। তাঁরা বিভিন্ন গ্যারেজ থেকে প্রথমে গাড়ি ভাড়া করেন। এরপর প্রবাসীদের টার্গেট করেন।’

ওসি আরও বলেন, যেসব প্রবাসী একা আসেন বা সঙ্গে শুধু নারী থাকেন, তাঁদের যাত্রী হিসেবে গাড়িতে তুলে নিত ডাকাত চক্রটি। পরে নির্জন কোনো স্থানে নিয়ে চাকু, ছুরির ভয় দেখিয়ে সব লুটে নিত। এ ছাড়া ডাকাত চক্রটি রাতে মহাসড়কে অবস্থান করে। এরপর প্রাইভেট কার বা সিএনজিচালিত গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে সব কেড়ে নিত।

ওসি মহসীন বলেন, এ ঘটনায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করা হয়েছে। বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নেওয়া হলে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। 

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া