হোম > অপরাধ > ঢাকা

প্রাইভেটকার থেকে ব্যাগ ধরে টান, রিকশা থেকে পড়ে নারীর মৃত্যু

প্রতিনিধি

ঢামেক: রাজধানীর মতিঝিল কমলাপুরে ছিনতাইকারীর কবলে পড়ে সুনিতা রানী দাস (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোর ৬টার দিকে মতিঝিল কমলাপুর বিআরটিসি বাস ডিপোর পাশে চলন্ত রিকশা থেকে ছিনতাইকারীরা তার ভ্যানিটি ব্যাগ ধরে টান দেয়। রিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তিনি মারা যান।

নিহতের ভাগিনা সুজিত দাস জানান, তার খালার বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায়। গতকাল মঙ্গলবার তিনি ডেমড়া এলাকায় তাদের বাসায় আসেন। আজ ভোর ৬টার দিকে তাকে সঙ্গে নিয়ে রিকশাযোগে শান্তিনগর যাচ্ছিলেন। সেখানে একটি দোকানে সুজিতকে কাজ দেওয়ার কথা। তাদের রিকশাটি মতিঝিল কমলাপুর বাস ডিপোর পাশে এলে একটি সাদা প্রাইভেটকার থেকে হাত বাড়িয়ে খালার কাঁধে ঝুলানো ভ্যানিটি ব্যাগ ধরে হ্যাঁচকা টান দেয়। রিকশা থেকে ছিটক পড়ে যান সুনিতা। সুজিত তাকে প্রথমে মুগদা ঋষিপাড়ার বাসায় নিয়ে যান। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সুনিতার ছেলে সুমন চন্দ্র দাস জানান, তাদের বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায়। বাবা সুজন চন্দ্র দাস। তারা তিন ভাই। বাবা-মা মুগদা ঋষিপাড়ায় ভাড়া বাসায় থাকেন এবং মুগদা বৌদ্ধমন্দিরে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতেন।

সুমন আরো জানান, ভোরে সুজিতকে কাজে দেওয়ার জন্য রিকশাযোগে শান্তিনগর যাচ্ছিলেন তার মা সুনিতা রানী। সেখান থেকে মন্দিরে কাজে যাওয়ার কথা ছিল। রাস্তায় ছিনতাইকারীর কবলে পড়েন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

মতিঝিল থানার ওসি ইয়াছিন আরাফাত খান এ তথ্য নিশ্চিত করে জানান, স্বজনদের ভাষ্যমতে কমলাপুর বাস ডিপোর পাশে ঘটনাটি ঘটেছে। ছিনতাইকারী সহ–প্রাইভেটকার শনাক্ত করতে মাঠে কাজ করছে পুলিশ।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য