হোম > অপরাধ > ঢাকা

শিক্ষক উৎপল হত্যা: জিতু ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকার হত্যার ঘটনায় গ্রেপ্তার স্কুলছাত্র আশরাফুল ইসলাম জিতুকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।

বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. এমদাদুল হক জিতুকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসান পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে গত বুধবার স্কুলশিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত স্কুলছাত্র জিতুকে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেপ্তার করা হয়। 

তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেছেন, আসামি জিতু আলোচিত এই হত্যাকাণ্ডের প্রধান আসামি। তাঁর আঘাতেই স্কুলশিক্ষক উৎপলের মৃত্যু হয়। হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্‌ঘাটন এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে আর কারা জড়িত আছে তা খুঁজে বের করতে জিতুকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। 

গত ২৫ জুন দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজি ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে শিক্ষকের ওপর অতর্কিত হামলা চালিয়ে ক্রিকেটের স্টাম্প দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন একই প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র জিতু (১৯)। চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার ভোরে শিক্ষক উৎপল কুমার সরকার মারা যান। 

ঘটনার দিন আশুলিয়া থানায় উৎপল কুমারের ভাই অসীম কুমার বাদী হয়ে জিতুসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেন।

মামলায় হত্যাচেষ্টাসহ গুরুতর জখম করার অভিযোগ আনা হয়। শিক্ষক মারা যাওয়ার পর এটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। 

উল্লেখ্য, জিতুর বাবা মো. উজ্জ্বলকে গতকাল বুধবার পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১