হোম > অপরাধ > ঢাকা

পাংশায় নিখোঁজের দুদিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় নিখোঁজের দুদিন পর আকাশ মোল্লা (১১) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার হাবাসপুর ইউনিয়নের পদ্মা নদীর চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত আকাশ উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রামের মো. নাসির মোল্লার ছেলে। 

জানা গেছে, গত শনিবার বিকেল ৪টার দিকে আকাশ তার বাবার ব্যাটারিচালিত অটো ভ্যান নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে আর বাড়িতে ফিরে আসেনি। এ ঘটনায় আকাশের বাবা পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 

অভিযোগের পরিপ্রেক্ষিতে সিসি ক্যামেরার ফুটেজ দেখে গতকাল রোববার একজনকে আটক করে পুলিশ। আটককৃত ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে পদ্মা নদীর চরের একটি খেত থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় আকাশের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তার পরিবার। 

রাজবাড়ী জেলা পুলিশের পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, মরদেহ উদ্ধারের কার্যক্রম চলছে। মরদেহ উদ্ধারের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট