হোম > অপরাধ > ঢাকা

পাংশায় নিখোঁজের দুদিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় নিখোঁজের দুদিন পর আকাশ মোল্লা (১১) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার হাবাসপুর ইউনিয়নের পদ্মা নদীর চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত আকাশ উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রামের মো. নাসির মোল্লার ছেলে। 

জানা গেছে, গত শনিবার বিকেল ৪টার দিকে আকাশ তার বাবার ব্যাটারিচালিত অটো ভ্যান নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে আর বাড়িতে ফিরে আসেনি। এ ঘটনায় আকাশের বাবা পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 

অভিযোগের পরিপ্রেক্ষিতে সিসি ক্যামেরার ফুটেজ দেখে গতকাল রোববার একজনকে আটক করে পুলিশ। আটককৃত ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে পদ্মা নদীর চরের একটি খেত থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় আকাশের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তার পরিবার। 

রাজবাড়ী জেলা পুলিশের পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, মরদেহ উদ্ধারের কার্যক্রম চলছে। মরদেহ উদ্ধারের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া