হোম > অপরাধ > ঢাকা

ফেনসিডিল সেবন ও কারবারের দায়ে চাকরিচ্যুত পুলিশ সদস্যের ৬ মাসের কারাদণ্ড

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় ফেনসিডিল রাখার দায়ে চাকরিচ্যুত এক পুলিশ সদস্যকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। প্রায় ১১ বছর আগেই শৃঙ্খলা ভঙ্গের দায়ে পুলিশের পদ থেকে চাকরিচ্যুত হয়েছিলেন তিনি।

গতকাল শনিবার রাত ৮টার দিকে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আজগর আলী ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড দেন। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন।

সাবেক ওই পুলিশ সদস্যের নাম মোস্তাফিজুর রহমান ওরফে মোস্তাক (৫০)। তিনি লোহাগড়া উপজেলার রামপুর গ্রামের হাসিব বিশ্বাসের ছেলে।

পুলিশ বলছে, শনিবার রাতে লোহাগড়া পৌরসভার নিরিবিলি পিকনিক স্পটের পাশের রাস্তায় দুই বোতল ফেনসিডিলসহ আটক হন চাকরিচ্যুত পুলিশ সদস্য মোস্তাফিজুর রহমান ওরফে মোস্তাক। মাদক সেবনের পাশাপাশি ব্যবসার উদ্দেশ্যে ফেনসিডিল মজুত করেছিলেন বলে ভ্রাম্যমাণ আদালতের কাছে স্বীকারোক্তি দেন তিনি। পরে ভ্রাম্যমাণ আদালতে তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি নাসির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘দণ্ডপ্রাপ্ত মোস্তাকের বিরুদ্ধে থানায় ছয়টি মাদক মামলা রয়েছে। ২০১২ সালে শৃঙ্খলা ভঙ্গের দায়ে পুলিশ বাহিনী থেকে চাকরিচ্যুত হন তিনি।’

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি, গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে ১৫ জানুয়ারি

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান