হোম > অপরাধ > ঢাকা

রাজধানীর লালবাগে ছুরিকাঘাতে যুবক আহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর লালবাগের স্যার সলিমুল্লাহ এতিমখানার বিপরীত পাশে ছুরিকাঘাতে কবির হোসেন (১৮) নামের এক যুবক আহত হয়েছেন। তিনি সুপার স্টার টিস্যু কোম্পানিতে চাকরি করেন।

আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। 

আহত কবির হোসেনের সহকর্মী মো. হান্নান জানান, তাঁদের বাসা আজিমপুর নিউ পল্টন লাইন এলাকায়। তাঁরা সুপার স্টার টিস্যু কোম্পানির বিক্রয় প্রতিনিধির কাজ করে। 

হান্নান আরও জানান, রাতে এতিমখানার বিপরীত পাশে যাত্রীছাউনির নিচে মোবাইল দিয়ে টাকার হিসেব করছিল কবির। যাত্রী ছাউনির নিচে কয়েকজন ছেলে আড্ডা দিচ্ছিল। পরে সেখান থেকে এক ছেলে বলে এখানে কী করছিস। কথা-কাটাকাটির একপর্যায়ে কবিরের মোবাইল ফোন নিয়ে নেয়। এ সময় বাধা দিলে কবিরের ডান পায়ের উড়ুতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

হান্নান জানান, তাঁরা পাঁচজন ছেলে ছিল। তবে সবাই টোকাই প্রকৃতির। যাত্রী ছাউনির নিচে নেশা করে তারা। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতের ডান পায়ের উড়ুতে ধারালো অস্ত্রের আঘাত আছে। জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে। 

লালবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুব হোসেন বলেন, ‘এক যুবকের ছুরিকাঘাতের ঘটনা শুনেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’ 

মেট্রোরেলের কার্ডের রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা