হোম > অপরাধ > ঢাকা

ট্রেনে ডিম বিক্রি করেন তিনি, আসলে মাদক পাচারকারী

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ট্রেনের বগিতে লাল বালতি হাতে ঘোরা যুবককে দেখে কারও সন্দেহ হওয়ার কোনো কারণই নেই। ট্রেনে বালতিতে করে সেদ্ধ ডিম বা চানাচুর বিক্রেতার মতোই একজন সাধারণ হকার তিনি। কিন্তু আসলে তাঁর বালতিতে থাকত ফেনসিডিল! দীর্ঘদিন ধরেই এ অপরাধ করে যাচ্ছিলেন তিনি। অবশেষে রেলওয়ে পুলিশের জালে ধরা পড়লেন। আটক যুবকের নাম করিম মিয়া (২৩)। 

ট্রেনে ডিম বিক্রেতা সেজে মাদক পাচার করছিলেন করিম মিয়া। গতকাল শুক্রবার সন্ধ্যায় কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনে ঢাকাগামী কর্ণফুলী ট্রেন থেকে তাঁকে আটক করা হয়। তাঁর বালতিতে ছিল ভারতীয় কাফ সিরাপ ও ফেনসিডিল। 

পুলিশ জানায়, সিলেট জেলার কোতোয়ালি থানার আম্বরখানা গ্রামের হানিফ মিয়ার ছেলে করিম মিয়া। বর্তমানে পৌর শহরের পঞ্চবটি পুকুরপাড় এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন। আর অভিনব কৌশলে দীর্ঘদিন ধরে বালতিতে করে হকার সেজে মাদক পাচার করে আছেন। 

ভৈরব রেলওয়ে থানার ওসি মো. ফেরদাউস আহমেদ বিশ্বাস বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব রেলস্টেশনে ঢাকাগামী কর্ণফুলী ট্রেন থেকে ডিম বিক্রেতা করিম মিয়াকে আটক করা হয়। পরে তাঁর সঙ্গে থাকা ডিমের বালতি তল্লাশি করে ৭ বোতল ফেনসিডিল ও ২৮ বোতল কাফ সিরাপ উদ্ধার করা হয়।’ 

ওসি আরও বলেন, ‘পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে করিম মিয়া দীর্ঘদিন ধরে ডিম বিক্রেতা সেজে মাদক পাচারের কথা স্বীকার করেছেন। আজ সকালে মাদক আইনে মামলা দিয়ে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি