হোম > অপরাধ > ঢাকা

ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার 

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই সিরাজ খন্দকারকে (৫০) হত্যার ঘটনায় বড় ভাই ইব্রাহিম খন্দকারকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের বথুয়াদী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি ইব্রাহিম খন্দকার ও মৃত সিরাজ খন্দকার মাছিমপুর ইউনিয়নের মিয়ারগাঁও পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে দুই ভাই ইব্রাহিম ও সিরাজের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে গতকাল বুধবার সকাল ১০টার দিকে ইব্রাহীম তাঁর স্ত্রী ও ছেলেমেয়েকে নিয়ে ছোট ভাই সিরাজের মুরগির ফার্মে যান। সেখানে গিয়ে সিরাজের ওপর হামলা চালান তাঁরা। পরে দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়। এ সময় সিরাজের ডাকচিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসেন এবং তাঁকে উদ্ধার করে শিবপুর হাসপাতালে নিয়ে যান। তবে তাঁর অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে নরসিংদী সদর হাসপাতালে পাঠায়। নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সিরাজ খন্দকারকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, ঘটনার পরপরই ইব্রাহিম তাঁর পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে যান। পরে গোপন তথ্যের ভিত্তিতে ২৪ ঘণ্টার মধ্যেই আজ বৃহস্পতিবার ভোরে বথুয়াদী গ্রাম থেকে ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান