হোম > অপরাধ > ঢাকা

ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার 

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই সিরাজ খন্দকারকে (৫০) হত্যার ঘটনায় বড় ভাই ইব্রাহিম খন্দকারকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের বথুয়াদী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি ইব্রাহিম খন্দকার ও মৃত সিরাজ খন্দকার মাছিমপুর ইউনিয়নের মিয়ারগাঁও পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে দুই ভাই ইব্রাহিম ও সিরাজের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে গতকাল বুধবার সকাল ১০টার দিকে ইব্রাহীম তাঁর স্ত্রী ও ছেলেমেয়েকে নিয়ে ছোট ভাই সিরাজের মুরগির ফার্মে যান। সেখানে গিয়ে সিরাজের ওপর হামলা চালান তাঁরা। পরে দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়। এ সময় সিরাজের ডাকচিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসেন এবং তাঁকে উদ্ধার করে শিবপুর হাসপাতালে নিয়ে যান। তবে তাঁর অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে নরসিংদী সদর হাসপাতালে পাঠায়। নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সিরাজ খন্দকারকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, ঘটনার পরপরই ইব্রাহিম তাঁর পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে যান। পরে গোপন তথ্যের ভিত্তিতে ২৪ ঘণ্টার মধ্যেই আজ বৃহস্পতিবার ভোরে বথুয়াদী গ্রাম থেকে ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন