হোম > অপরাধ > ঢাকা

ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার 

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই সিরাজ খন্দকারকে (৫০) হত্যার ঘটনায় বড় ভাই ইব্রাহিম খন্দকারকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের বথুয়াদী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি ইব্রাহিম খন্দকার ও মৃত সিরাজ খন্দকার মাছিমপুর ইউনিয়নের মিয়ারগাঁও পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে দুই ভাই ইব্রাহিম ও সিরাজের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে গতকাল বুধবার সকাল ১০টার দিকে ইব্রাহীম তাঁর স্ত্রী ও ছেলেমেয়েকে নিয়ে ছোট ভাই সিরাজের মুরগির ফার্মে যান। সেখানে গিয়ে সিরাজের ওপর হামলা চালান তাঁরা। পরে দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়। এ সময় সিরাজের ডাকচিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসেন এবং তাঁকে উদ্ধার করে শিবপুর হাসপাতালে নিয়ে যান। তবে তাঁর অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে নরসিংদী সদর হাসপাতালে পাঠায়। নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সিরাজ খন্দকারকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, ঘটনার পরপরই ইব্রাহিম তাঁর পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে যান। পরে গোপন তথ্যের ভিত্তিতে ২৪ ঘণ্টার মধ্যেই আজ বৃহস্পতিবার ভোরে বথুয়াদী গ্রাম থেকে ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার