হোম > অপরাধ > ঢাকা

ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার 

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই সিরাজ খন্দকারকে (৫০) হত্যার ঘটনায় বড় ভাই ইব্রাহিম খন্দকারকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের বথুয়াদী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি ইব্রাহিম খন্দকার ও মৃত সিরাজ খন্দকার মাছিমপুর ইউনিয়নের মিয়ারগাঁও পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে দুই ভাই ইব্রাহিম ও সিরাজের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে গতকাল বুধবার সকাল ১০টার দিকে ইব্রাহীম তাঁর স্ত্রী ও ছেলেমেয়েকে নিয়ে ছোট ভাই সিরাজের মুরগির ফার্মে যান। সেখানে গিয়ে সিরাজের ওপর হামলা চালান তাঁরা। পরে দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়। এ সময় সিরাজের ডাকচিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসেন এবং তাঁকে উদ্ধার করে শিবপুর হাসপাতালে নিয়ে যান। তবে তাঁর অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে নরসিংদী সদর হাসপাতালে পাঠায়। নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সিরাজ খন্দকারকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, ঘটনার পরপরই ইব্রাহিম তাঁর পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে যান। পরে গোপন তথ্যের ভিত্তিতে ২৪ ঘণ্টার মধ্যেই আজ বৃহস্পতিবার ভোরে বথুয়াদী গ্রাম থেকে ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

৯৯৯-এ ফোন করে স্ত্রীর বিরুদ্ধে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ ঢাকায় কর্মরত পাকিস্তানি নাগরিকের

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে