হোম > অপরাধ > ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ীতে যুবককে কুপিয়ে হত্যা

ঢামেক প্রতিনিধি

রাজধানীর যাত্রাবাড়ী মিরহাজীরবাগে রাস্তা থেকে শাওন (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে যাত্রাবাড়ী থানা-পুলিশ মিরহাজীরবাগ আবু হাজী স্কুলের গলি থেকে লাশটি উদ্ধার করে। পরে আজ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। 

শাওন শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মাঝের চর গ্রামের আব্দুল আজিজের ছেলে। বর্তমানে শ্যামপুর মিরহাজীরবাগ এলাকায় স্ত্রী জিয়াসমিন আক্তার ও তিন বছরের ছেলে সিয়ামকে নিয়ে ভাড়া থাকতেন। শাওন টিকাটুলীতে একটি ট্রাভেলস কোম্পানিতে চাকরি করতেন। বেশ কিছুদিন ধরে চাকরি ছেড়ে শাওন বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন বলে জানান তাঁর বড় ভাই মো. মাসুম। 

শাওনের বড় ভাই মাসুম বলেন, ‘শাওনের বন্ধুদের মাধ্যমে জানতে পেরেছি। এলাকায় একটি মেয়ের সঙ্গে শাওনের সম্পর্ক ছিল। গতকাল রাতে মিরহাজীরবাগ এলাকায় একটি গলিতে বসে মোবাইলে ওই মেয়ের সঙ্গে চ্যাটিং করছিল। এ সময় এক যুবক তাঁর গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে শাওন দৌড়ে গিয়ে রাস্তায় পড়ে যায়।’ 

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) তোরগুল হাসান সোহাগ বলেন, ‘খবর পেয়ে রাতে মিরহাজীরবাগ আবু হাজী স্কুল গলিতে একটি দোকানের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। তাঁর গলাসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।’ 

এসআই বলেন, ‘ধারণ করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করে রাস্তায় ফেলে রেখে গেছে। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে খুন হয়েছেন শাওন। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছি। আসামি ধরার চেষ্টা চলছে।’ 

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক