হোম > অপরাধ > ঢাকা

যুবক হত্যার অভিযোগে স্ত্রী ও প্রেমিকসহ গ্রেপ্তার ৩ 

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যুবক হত্যার অভিযোগে নিহতের স্ত্রী ও পরকীয়া প্রেমিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ বিষয়ে গতকাল শনিবার বিকেলে গ্রেপ্তারকৃতরা টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গত শুক্রবার কালিহাতী ও ভূঞাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন নিহত ইমান হোসেনের স্ত্রী ও উপজেলার দেউপুর এলাকার জহিরুদ্দিনের মেয়ে খাদিজা আক্তার (২১), পরকীয়া প্রেমিক ভূঞাপুর উপজেলার সিরাজকান্দি এলাকার হাবিবুর রহমানের ছেলে সবুর খান বাবু (২০) ও ভাড়াটিয়া খুনি পাবনার ভেড়া উপজেলার মোহনগঞ্জ এলাকার জালাল মিয়ার ছেলে জনি শেখ (২৫)। নিহত যুবক উপজেলার দুর্গাপুর এলাকার ইসমাইল হোসেনের ছেলে। 

গত ২৫ ডিসেম্বর (শনিবার) দুপুরে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পাশে উপজেলার সল্লা ইউনিয়নের ছোট বটতলা এলাকা থেকে নিহত যুবক ইমান হোসেনের মরদেহ উদ্ধার করে কালিহাতী থানার পুলিশ। পরদিন এ বিষয়ে আজকের পত্রিকায় ‘মহাসড়কের পাশে মিলল যুবকের লাশ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর নিহত যুবকের বাবা উপজেলার দুর্গাপুর এলাকার ইসমাইল হোসেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় হত্যা মামলা দায়ের করেন। 

মামলার পর অভিযুক্ত স্ত্রী খাদিজা আক্তার ও পরকীয়া প্রেমিক সবুর খান বাবুকে কালিহাতী ও ভূঞাপুর উপজেলার নিজ নিজ বাড়ি থেকে এবং ভাড়াটিয়া খুনি জনি শেখকে ভূঞাপুরের গোবিন্দাসী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তরের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় নিহতের বাবা বাদী হয়ে মামলা করেন। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জানা যায় পরকীয়া প্রেমের কারণে খাদিজার পরামর্শেই ইমান হোসেনকে হত্যা করে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পাশে কলাবাগানে ফেলে রাখা হয়। 

‘মার্চ ফর ইনসাফ’ চালিয়ে যাবে ইনকিলাব মঞ্চ

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

জীবন বাঁচাতে ডোবায় ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি খোকনের

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

সেই আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

বিএনপির প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমাণ ৩২ কোটি, মামলা রয়েছে ৭৩টি

পেঁপে ভাজি খাইয়ে অজ্ঞান করে বাসায় চুরি, রাজধানীতে গৃহকর্মীসহ গ্রেপ্তার ২