হোম > অপরাধ > ঢাকা

যুবক হত্যার অভিযোগে স্ত্রী ও প্রেমিকসহ গ্রেপ্তার ৩ 

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যুবক হত্যার অভিযোগে নিহতের স্ত্রী ও পরকীয়া প্রেমিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ বিষয়ে গতকাল শনিবার বিকেলে গ্রেপ্তারকৃতরা টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গত শুক্রবার কালিহাতী ও ভূঞাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন নিহত ইমান হোসেনের স্ত্রী ও উপজেলার দেউপুর এলাকার জহিরুদ্দিনের মেয়ে খাদিজা আক্তার (২১), পরকীয়া প্রেমিক ভূঞাপুর উপজেলার সিরাজকান্দি এলাকার হাবিবুর রহমানের ছেলে সবুর খান বাবু (২০) ও ভাড়াটিয়া খুনি পাবনার ভেড়া উপজেলার মোহনগঞ্জ এলাকার জালাল মিয়ার ছেলে জনি শেখ (২৫)। নিহত যুবক উপজেলার দুর্গাপুর এলাকার ইসমাইল হোসেনের ছেলে। 

গত ২৫ ডিসেম্বর (শনিবার) দুপুরে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পাশে উপজেলার সল্লা ইউনিয়নের ছোট বটতলা এলাকা থেকে নিহত যুবক ইমান হোসেনের মরদেহ উদ্ধার করে কালিহাতী থানার পুলিশ। পরদিন এ বিষয়ে আজকের পত্রিকায় ‘মহাসড়কের পাশে মিলল যুবকের লাশ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর নিহত যুবকের বাবা উপজেলার দুর্গাপুর এলাকার ইসমাইল হোসেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় হত্যা মামলা দায়ের করেন। 

মামলার পর অভিযুক্ত স্ত্রী খাদিজা আক্তার ও পরকীয়া প্রেমিক সবুর খান বাবুকে কালিহাতী ও ভূঞাপুর উপজেলার নিজ নিজ বাড়ি থেকে এবং ভাড়াটিয়া খুনি জনি শেখকে ভূঞাপুরের গোবিন্দাসী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তরের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় নিহতের বাবা বাদী হয়ে মামলা করেন। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জানা যায় পরকীয়া প্রেমের কারণে খাদিজার পরামর্শেই ইমান হোসেনকে হত্যা করে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পাশে কলাবাগানে ফেলে রাখা হয়। 

৯৯৯-এ ফোন করে স্ত্রীর বিরুদ্ধে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ ঢাকায় কর্মরত পাকিস্তানি নাগরিকের

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে