হোম > অপরাধ > ঢাকা

বিএনপি নেতা খোকনের বাড়িতে আবার অগ্নিসংযোগ

নরসিংদী প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বাসভবন ও নরসিংদী জেলা বিএনপির (অস্থায়ী) কার্যালয়ে আবার অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকেলে সদর উপজেলার চিনিশপুরের এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পোঁছে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে অগ্নিকাণ্ডের ঘটনাটি পরিকল্পিত নাকি দলীয় কোন্দলে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো কিছু নিশ্চিত করতে পারেনি পুলিশ। এর আগে গত ২৬ জানুয়ারি (বৃহস্পতিবার) রাত ৯টার দিকে একইভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, আজ বুধবার বিকেলের দিকে একদল দুর্বৃত্ত চিনিশপুরে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বাসভবন ও জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে। এ সময় তারা নিচতলার তিনটি কক্ষে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। 

এর কিছু সময় পরে বাড়ির ভেতরে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন এলাকাবাসী। খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নেভান। আগুনে পুড়ে গেছে কার্যালয়টির ভেতরে থাকা বিভিন্ন আসবাব। 

নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান আনসারী সাংবাদিকদের বলেন, ‘বিকেল ৫টা ৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটে আগুন নেভানো হয়। ভবনটির আসবাব আগুনে পুড়ে গেছে।’ 

উল্লেখ্য, সম্প্রতি জেলা কমিটি গঠন নিয়ে পদবঞ্চিত ছাত্রদল নেতা-কর্মীরা কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে দায়ী করে ধারাবাহিক আন্দোলনে নামে। এই জেরে একাধিকবার জেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার বিএনপির কার্যালয়সংলগ্ন এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন পদবঞ্চিত দুই ছাত্রদল নেতা সাদেকুর রহমান ও আশরাফুল ইসলাম।

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ