হোম > অপরাধ > ঢাকা

হরিরামপুরে ফসলি জমির মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুরে ফসলি জমির মাটি বিক্রির অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দিবাগত রাতে রামকৃষ্ণপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। 

স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে ফসলি জমির মাটি কাটায় গতকাল রাতে এলাকাবাসী প্রতিবাদ করে ভেকুচালক তোফাজ্জল ও মাটি ব্যবসায়ী দুলালকে আটকে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। খবর পেয়ে নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সেখানে যান। পরে সেখান থেকে তোফাজ্জলকে উপজেলায় নিয়ে আসা হয়। তবে ঘটনার সময় মাটি ব্যবসায়ী দুলাল সটকে পড়েন। তোফাজ্জল শিবালয়ের আটঘর তেওতা এলাকার হযরত আলীর ছেলে। 

এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা বলেন, ‘ফসলি জমি বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি। তবে কীভাবে যেন অভিযানের বিষয়ে তারা জেনে যায়। ফলে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাই না। তারা সটকে পড়ে। গতকাল দিবাগত রাতে ভেকু ড্রাইভার তোফাজ্জলকে ধরে নিয়ে আসি। পরে রাত ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা করে মুচলেকা দিয়ে ছেড়ে দেই।’ 

নির্বাহী কর্মকর্তা আরও বলেন, পলাতক দুলালের নির্দেশে তোফাজ্জল ভেকু দিয়ে মাটি কাটেন বলে জানিয়েছেন। 

প্রসঙ্গত, ‘হরিরামপুরে ফসলি জমির মাটি কাটায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বসতবাড়ি-রাস্তা’ শিরোনামে গত ১৭ মার্চ ‘আজকের পত্রিকা’র অনলাইনে সংবাদ প্রকাশিত হয়। সংবাদে জানানো হয়, রামকৃষ্ণপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক দুলাল সূত্রধর ও সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য কামাল হোসেন ফসলি জমির মাটি কেটে বিক্রি করছেন। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট