হোম > অপরাধ > ঢাকা

বিদেশে পাচারকালে ময়ূরের পালক-গোশতসহ গ্রেপ্তার ১ 

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

বিদেশে পাচারের চেষ্টাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ময়ূরপঙ্খীর পালক ও গোশতসহ রেজাউল করিম (২৪)  নামের এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক মিঞা বুধবার দিবাগত রাত ১টায় আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় ময়ূরপঙ্খীর পালক ও গোশত জব্দ করেন বিমানবন্দরের শুল্ক কর্তৃপক্ষের সহকারী কমিশনার মনোয়ারা বেগম।

পরে এসব পালক ও গোশত বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে হস্তান্তর করা হয়। পরে রাত ২টার দিকে জব্দকৃত ময়ূরপঙ্খীর পালক ও গোশতসহ গ্রেপ্তার হওয়া রেজাউল করিমের বিরুদ্ধে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন।

গ্রেপ্তার হওয়া ওই বাংলাদেশি হলেন মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পশ্চিম সোনারাং গ্রামের মো. শাহজাহান সরদারের ছেলে রেজাউল করিম।

বিমানবন্দর থানার ওসি আজিজুল হক মিঞা আজকের পত্রিকাকে বলেন, বিদেশে পাচারের চেষ্টাকালে বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে বিদেশে ময়ূরপঙ্খীর পালক ও গোশতসহ রেজাউল করিমকে গ্রেপ্তার করে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের একজন পরিদর্শক বাদী হয়ে মামলা করেছেন। রেজাউলকে গ্রেপ্তারকালে তাঁর সঙ্গের ট্রলিব্যাগে থাকা আটটি কার্টনের মধ্য থেকে ১০০ কেজি ওজনের ময়ূরের পালক ও ১০ কেজি গোশত জব্দ করা হয়। গ্রেপ্তারের আগে কাস্টমস কর্মকর্তারা কার্টনে কী আছে জানতে চাইলে রেজাউল করিম পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।’

ওসি আজিজুল বলেন, গ্রেপ্তার হওয়া রেজাউল করিম শুল্ক ফাঁকি দিয়ে ময়ূরপঙ্খীর এসব পালক ও গোশত বিদেশে পাচারের চেষ্টা করছিলেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে এবং বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫