হোম > অপরাধ > ঢাকা

বিমানবন্দর এলাকায় ডাকাতি করতে গিয়ে কারাগারে ৩ পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বিমানবন্দর এলাকায় মধ্যরাতে ডাকাতি করতে গিয়ে থানা-পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে গেছেন তিন কনস্টেবল। তাঁরা পিএমও শাখার মিরপুর বিভাগে কর্মরত বলে জানা গেছে। 

এই ঘটনায় বিমানবন্দর থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। গত ১ এপ্রিল রাত ১২টার দিকে ওই ঘটনা ঘটে বলে জানা গেছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন—রবিউল ব্যাপারী (২৭), মো. আজাদ (২৪) ও উজ্জ্বল চন্দ্র বর্মণ (২৫)। তাঁদের কাছ থেকে একটি হাতকড়া, লেজার লাইট ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। 

আজ শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার পরিদর্শক (অপারেশন) শফিকুল ইসলাম। তিনি বলেন, ডাকাতির প্রস্তুতিকালে তিন কনস্টেবলকে বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন, সংঘবদ্ধ ডাকাত চক্রের সঙ্গে তাঁদের ঘনিষ্ঠতা রয়েছে। অভিযানের সময় ডাকাত চক্রের কয়েকজন একটি মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায়। 

তিন পুলিশ কনস্টেবলসহ নয়জনের নাম উল্লেখ করে বিমানবন্দর থানায় মামলা করেন ওই থানার উপপরিদর্শক (এসআই) আহসান উল্লাহ। মামলাটি তদন্ত করছেন উপপরিদর্শক (এসআই) আকিব নুর।

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১