হোম > অপরাধ > ঢাকা

এবার ট্রাকচাপায় যুক্তরাষ্ট্রে পড়ুয়া মেয়েসহ বাবার মৃত্যু 

বন্দর প্রতিনিধি, নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বেপরোয়া ট্রাকের চাপায় বাবা ও মেয়ে নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর দেড়টায় চাষাঢ়া কলেজ রোড ডাকবাংলোর সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন আলতাফ হোসেন (৪৫) ও তাঁর মেয়ে বেলী (১৮)। তাঁরা সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের বাসিন্দা। বেলী যুক্তরাষ্ট্রে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানিয়েছেন তাঁর স্বজনেরা।

প্রত্যক্ষদর্শী তপু জানান, সড়কে বেপরোয়া গতির একটি ইটবোঝাই ট্রাক একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে যাত্রী আসনে থাকা দুজনেই নিচে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই মারা যান উভয়ে। এ ঘটনায় ট্রাকচালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও আশপাশের লোকজন তাঁকে আটক করে পুলিশকে খবর দেয়।

নিহতের স্বজনেরা জানান, গত ৩ ডিসেম্বর যুক্তরাষ্ট্রপ্রবাসী মেয়ে বেলী বাংলাদেশে ফেরেন। ফেরার পর থেকেই ফতুল্লার পঞ্চবটীতে তাঁর খালার বাসায় ছিলেন। শুক্রবার একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্য তাঁর বাবা আলতাফ হোসেনের সঙ্গে রিকশায় করে যাচ্ছিলেন। কিন্তু পথে বেপরোয়া ট্রাক তাঁদের যাত্রা চিরতরে থামিয়ে দিল।

ঘটনাস্থলে আসা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, ‘ট্রাকের চালককে আমরা আটক করতে সক্ষম হয়েছি। ট্রাকটিও জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহত দুজনের লাশ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার