হোম > অপরাধ > চট্টগ্রাম

মাল্টা চুরির দায়ে দুই শিশুকে বেঁধে নির্যাতন, অভিযুক্ত নারী কারাগারে

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

বাড়ির আঙিনার গাছের মাল্টা ছিঁড়ে খেয়ে ফেলার দায়ে ১০ ও ১৫ বছর বয়সের দুই শিশুকে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করছে পুলিশ। আজ শনিবার ওই নারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

গতকাল শুক্রবার রাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের নুরপাড়া এলাকা থেকে এ নারীকে গ্রেপ্তার করা হয়। শিশু দুটিকে নির্যাতনের ঘটনা ঘটে গত রোববার সকালে।

পরে শুক্রবার রাতে থানায় নুর সেহেরকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন শিশু দুটির বাবা মোহাম্মদ শহিদ উল্লাহ্। এসব তথ্য নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান। 

গ্রেপ্তারকৃত ওই নারীর নাম নুর সেহের (৫০)। তিনি ওই এলাকার আবুল খায়েরের মেয়ে। 

ভুক্তভোগী দুই শিশুর বাবা মোহাম্মদ শহিদ উল্লাহ্‌ জানান, গাছের মাল্টা খাওয়ার দায়ে দুই ছেলেকে মারধর করে মোবাইল ফোনে ভিডিও করেন তাঁরা। ঘটনাটি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও অভিযুক্ত ব্যক্তিরা বৈঠকে না যাওয়ায় ঘটনার পাঁচ দিন পর থানায় মামলা দায়ের করেন তিনি। 

এ বিষয়ে আনোয়ারা থানার ওসি মীর্জা মুহাম্মদ হাছান আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল