চট্টগ্রামের লোহাগাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে মনির (২৮) নামে এক যুবকের কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। শনিবার সকালে মনিরকে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে এবং থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
আটককৃত ইয়াবা ব্যবসায়ী মনির খাগড়াছড়ি মানিকছড়ি তিনট্যহরী বাজার পাড়ার মৃত সেলিমের ছেলে।
লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে থানার এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ মনিরকে আটক করে। পরে তাঁর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।