হোম > অপরাধ > চট্টগ্রাম

যৌতুকের জন্য গৃহবধূকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে স্ত্রীকে হত্যার দায়ে আবদুল কাদেরকে (৪৮) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে দুই মাস সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

আজ মঙ্গলবার কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় দেন। এ সময় বেকসুর খালাস পান মামলায় অভিযুক্ত অপর তিন আসামি। 

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি ও রাষ্ট্র পক্ষের আইনজীবী প্রদীপ কুমার দত্ত জানান এ তথ্য নিশ্চিত করেন। 

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, কুমিল্লার চৌদ্দগ্রামের কোমার ডোগা গ্রামের আবদুল কাদের স্ত্রী ঝর্ণা আক্তারকে যৌতুকের টাকার জন্য নির্যাতন করতেন। বিয়ের সময় যৌতুকের জন্য ৫০ হাজার টাকা দাবি করলে ঝর্ণার পরিবার ২০ হাজার টাকা দেন। বাকি ৩০ হাজার টাকা পরিশোধ করতে না পারেনি। এতে ঝর্ণার ওপর শুরু হয় নির্যাতন। ২০০৯ সালের ২৪ জুন রাতে ঝর্ণাকে হত্যা করে তাঁর মরদেহ পাশের পুকুরে ফেলেন কাদির। পরে ভোরে স্থানীয়রা পুকুর থেকে ঝর্ণার মরদেহ উদ্ধার করে। 

এ ঘটনায় ঝর্ণার বোন খালেদা বেগম বাদী হয়ে স্বামী আবদুল কাদেরসহ আরও সাতজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশের অপরাধ বিভাগ (সিআইডি) তদন্ত শেষে ২০১৫ স্বামী আবদুল কাদের, মনোয়ারা বেগম, নাজমা আক্তার ও আবদুছ ছাত্তার নামে চার আসামির বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন। মামলার সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার ঝর্ণার স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ দেন।

মামলার আইনজীবী প্রদীপ কুমার দত্ত বলেন, ‘মামলার আসামি তদন্তকারী কর্মকর্তাসহ ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সত্যতা প্রমাণিত হওয়াই আদালত আব্দুল কাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছে। এ রায়ে আমরা সন্তুষ্ট।’ 

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প