বঙ্গোপসাগরে ট্রলার ডাকাতির ঘটনায় চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা থেকে চার জলদস্যুকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। গতকাল মঙ্গলবার রাতে বাঁশখালীর গন্ডামারা, বড়ঘোনা, চাম্বল ও শীলকূপ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার বিকেলে র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের মৃত আলী চানের ছেলে মো. সেলিম ও তাঁর ছেলে ইকবাল হোসেন, আলী আহমেদের ছেলে মো. কাইছার ওরফে কালু, আহমদ ছফার ছেলে মো. জাহিদ।
গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, দুটি হাতুড়ি, তিনটি দা, একটি কিরিচ, দুটি শাবল, জাল এবং একটি বোট উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা মো. মাহবুব আলম বলেন, ‘গ্রেপ্তারকৃত কালুর বিরুদ্ধে বাঁশখালী থানায় দুটি চুরির মামলা ও সেলিমের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।’