হোম > অপরাধ > চট্টগ্রাম

পাবলিক টয়লেটের পাশ থেকে ব্যবসায়ীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

প্রতিনিধি, চাঁদপুর

চাঁদপুর শহরের বিপণিবাগ বাজারে এক ব্যবসায়ীর বস্তাবন্দী গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে বিপণিবাগ বাজারের পাবলিক টয়লেটের পাশ থেকে নারায়ণ ঘোষ (৬২) নামের এক মাঠা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠিয়েছে পুলিশ। খুন হওয়া মাঠা ব্যবসায়ী চাঁদপুর শহরের ঘোষপাড়া মৃত যুগল কৃষ্ণ ঘোষের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দধি ও মাঠার ব্যবসা করে আসছিলেন। নারায়ণ ঘোষের এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।

নিহতের ফুপাতো ভাই চন্দ্রনাথ ঘোষ চন্দ্র বলেন, ‘আমার ভাই মাঠা ব্যবসায়ী ছিলেন। তিনি শহরের বিভিন্ন স্থানে মাঠা-দধি বিক্রি করতেন। সে খুব সরল প্রকৃতির লোক। তাঁর সঙ্গে সব সময় ব্যবসার টাকা থাকে। তাঁর হাতে দুটি সোনার আংটি ও ১০ হাজারের মতো টাকা ছিল। কারণ, রাতে তিনি ব্যবসার টাকা কালেকশন করেন।’

নারায়ণ ঘোষের ছেলে সুমন ও রাজু বলেন, ‘আমার বাবার সঙ্গে কারও কোনো দ্বন্দ্ব নেই। তিনি চুপচাপ থাকতে পছন্দ করেন। রাতে তাঁকে বাড়িতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করি; কিন্তু কোথাও পাই না। পরে সকালে বিপণিবাগ বাজারে বাবার বস্তাবন্দী লাশের খবর পাই। এসে দেখি বাবাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।’

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধারালো কোনো অস্ত্র দ্বারা গলায় আঘাত করে হত্যা করা হয়েছে। এখানে জেলা পুলিশ, পিবিআই, ডিবির তদন্তকারী দল কাজ করছে। আমরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।’

বিপণিবাগ বাজারের মার্কেটের নাইটগার্ড মো. ইসমাইল বকাউল বলেন, ‘বিপণিবাগ বাজারের টিপটপ সেলুনের দোকান মালিক কৃষ্ণা কর্মকারের দোকান থেকে কর্মচারী রাজু শিলকে (২৭) রাত ২টার সময় দোকানের শাটার খুলে পানি দিয়ে পরিষ্কার করতে দেখি। পরে তাদের একটি সাদা বস্তা টেনে বাইরে নিয়ে যেতে দেখা যায়। এত রাতে কী করা হচ্ছে—এমন প্রশ্ন করলে সে বলে, দোকার পরিষ্কার করেছি। ময়লাগুলো বস্তায় করে ফেলে দিয়ে আসছি। পরে সকালে খবর পাই সেলুনে নারায়ণ ঘোষকে জবাই করে হত্যা করা হয়েছে।’

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি. যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা