হোম > অপরাধ > চট্টগ্রাম

বাবাকে হত্যা করায় ছেলে জেলহাজতে

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাবা বেলাল হোসেনকে (৬০) কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে মোহাম্মদ হেলালকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার তাঁকে হত্যা মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের বউবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

বেলাল হোসেন নোয়াখালীর সুধারাম থানার পূর্ব সুরলিক্কা এলাকার মৃত আবুল বাশারের ছেলে। তিনি কাজের সুবাদে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে সীতাকুণ্ডের ভাটিয়ারি ইউনিয়নের হাসনাবাদ এলাকায় বসবাস করছিলেন। 
 
জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে খাবার খাওয়ার সময় হেলাল তাঁর বাবা বেলাল হোসেনকে নিজের পছন্দ করা মেয়ের কথা জানান। এ সময় পছন্দের মেয়েকে বিয়ে করবেন বলে চাপ দেন হেলাল। তাঁর প্রস্তাবে বেলাল হোসেন রাজি না হওয়ায় ক্ষিপ্ত হন তিনি। এ সময় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে হেলাল ঘরের আলমারি ও মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করতে থাকেন। 

এ ঘটনায় তাঁর বাবা ক্ষিপ্ত হয়ে লাঠি হাতে ছেলেকে শাসন করতে ছুটে যান। উল্টো হেলাল তাঁর বাবাকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এ সময় বাবাকে বাঁচাতে হেলালের বড় ভাই রুবেল ছুটে গেলে তাঁকেও ছুরিকাঘাত করা হয়। পরে প্রতিবেশীদের সহায়তায় গুরুতর আহতাবস্থায় বেলালকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। 

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, গতকাল রাতে মৃত বেলালের বোন বাদী হয়ে ভাতিজা হেলালের নামে হত্যা মামলা করেন। পরে রাত ১০টার দিকে উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের বউবাজার এলাকা থেকে হেলালকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাঁকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী