হোম > অপরাধ > চট্টগ্রাম

দাউদকান্দিতে ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ২

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

দাউদকান্দিতে সদ্য নির্বাচিত (ঘোড়া মার্কা) স্বতন্ত্র চেয়ারম্যান আলমগীর হোসেন মোল্লার সমর্থকেরা নৌকা প্রতীকের কর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে এ হামলার ঘটনাটি ঘটে। এ সময় দুজন আহত হয়েছেন। 
 
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত রোববার ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আলমগীর চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তাঁর সমর্থকেরা নৌকা প্রতীকের বিভিন্ন নেতা–কর্মীদের হুমকি-ধমকি দিয়ে আসছিল। এরই জের ধরে ছাত্রলীগ কর্মী তাজুল ইসলাম ও তাঁর ভাই শাকিল আহমেদ কুমিল্লা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে মহাসড়কের পাশে দাঁড়ানো ছিল। এ সময় আলমগীর চেয়ারম্যানের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে শাকিল ও তাজুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায়। 

হামলার সময় তাজুল ইসলাম পালিয়ে যেয়ে রক্ষা পেলেও ছাত্রলীগ কর্মী শাকিলকে আলমগীর চেয়ারম্যানের সমর্থক বোরহান, নুরে আলম ও শাহপরান মিলে লোহার রড দিয়ে পিটিয়ে হাত ও পা ভেঙে দেয়। ৯৯৯ কল দিলে গৌরীপুর ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এরই মধ্যে স্থানীয়রা শাকিলকে উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে নিয়ে যায়। পরে পুলিশ হাসপাতালে গিয়ে তাঁকে মারাত্মক জখম অবস্থায় দেখতে পায়। শাকিলের এক হাত ও দুই পা ভেঙে যাওয়ায় তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 
 
এ ব্যাপারে তাজুল ইসলাম বলেন, আমরা বিদেশে যেতে টিকা নেওয়ার জন্য কুমিল্লা যাওয়ার জন্য মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ করে একটি মাইক্রোবাস আমাদের দেখে থামায় এবং গাড়ি থেকে নেমে অতর্কিত হামলা চালায়। চেয়ারম্যান আলমগীরের সমর্থক বোরহান, নুর আলম, শাহপরানসহ ১২ / ১৩ জন লোক নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এ সময় আমি দৌড়ে পালিয়ে যাই। কিন্তু আমার ভাই দৌড় দিয়ে পড়ে যাওয়ায় তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়েছে। 
 
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, বিষয়টি আমি শুনেছি। পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং পরে হাসপাতালে গিয়েও ঘটনা জেনে আসে। যারা এই অন্যায় করেছে তাঁদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। 

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ