হোম > অপরাধ > চট্টগ্রাম

দাউদকান্দিতে ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ২

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

দাউদকান্দিতে সদ্য নির্বাচিত (ঘোড়া মার্কা) স্বতন্ত্র চেয়ারম্যান আলমগীর হোসেন মোল্লার সমর্থকেরা নৌকা প্রতীকের কর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে এ হামলার ঘটনাটি ঘটে। এ সময় দুজন আহত হয়েছেন। 
 
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত রোববার ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আলমগীর চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তাঁর সমর্থকেরা নৌকা প্রতীকের বিভিন্ন নেতা–কর্মীদের হুমকি-ধমকি দিয়ে আসছিল। এরই জের ধরে ছাত্রলীগ কর্মী তাজুল ইসলাম ও তাঁর ভাই শাকিল আহমেদ কুমিল্লা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে মহাসড়কের পাশে দাঁড়ানো ছিল। এ সময় আলমগীর চেয়ারম্যানের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে শাকিল ও তাজুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায়। 

হামলার সময় তাজুল ইসলাম পালিয়ে যেয়ে রক্ষা পেলেও ছাত্রলীগ কর্মী শাকিলকে আলমগীর চেয়ারম্যানের সমর্থক বোরহান, নুরে আলম ও শাহপরান মিলে লোহার রড দিয়ে পিটিয়ে হাত ও পা ভেঙে দেয়। ৯৯৯ কল দিলে গৌরীপুর ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এরই মধ্যে স্থানীয়রা শাকিলকে উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে নিয়ে যায়। পরে পুলিশ হাসপাতালে গিয়ে তাঁকে মারাত্মক জখম অবস্থায় দেখতে পায়। শাকিলের এক হাত ও দুই পা ভেঙে যাওয়ায় তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 
 
এ ব্যাপারে তাজুল ইসলাম বলেন, আমরা বিদেশে যেতে টিকা নেওয়ার জন্য কুমিল্লা যাওয়ার জন্য মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ করে একটি মাইক্রোবাস আমাদের দেখে থামায় এবং গাড়ি থেকে নেমে অতর্কিত হামলা চালায়। চেয়ারম্যান আলমগীরের সমর্থক বোরহান, নুর আলম, শাহপরানসহ ১২ / ১৩ জন লোক নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এ সময় আমি দৌড়ে পালিয়ে যাই। কিন্তু আমার ভাই দৌড় দিয়ে পড়ে যাওয়ায় তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়েছে। 
 
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, বিষয়টি আমি শুনেছি। পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং পরে হাসপাতালে গিয়েও ঘটনা জেনে আসে। যারা এই অন্যায় করেছে তাঁদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। 

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড