হোম > অপরাধ > চট্টগ্রাম

ধরে এনে চুরির স্বীকারোক্তি আদায়ের অভিযোগ আরএনবি কর্মকর্তার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরের পাহাড়তলীর সেল ডিপো এলাকা থেকে চোর সন্দেহে এক ব্যক্তিকে ধরে এনে তিন ঘণ্টা পিটিয়ে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ উঠেছে। রেলওয়ের নিরাপত্তাবাহিনীর (আরএনবি) স্টোর শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসরাইল মৃধা এমন কাজ করেছেন বলে জানা গেছে।

ভুক্তভোগী আকরাম আলী ১৪ দিন বিনা কারণে জেলও খেটেছেন। সম্প্রতি জেল থেকে মুক্ত হয়ে আজ বৃহস্পতিবার আজকের পত্রিকা চট্টগ্রাম ব্যুরোতে এসে এ অভিযোগ করেন।

আকরাম আলী আজকের পত্রিকাকে বলেন, ‘২২ মার্চ রাতে পাহাড়তলী সেল ডিপোর পাশে স্ক্যাপ কলোনিতে নিজ বাসায় ছিলাম। রাত ৮টার দিকে হঠাৎ আরএনবির ইসরাইল মৃধা, হাবিলদার আনোয়ার হোসেনসহ চারজন এসে ধরে নিয়ে যায় সেল ডিপোর ভেতরে। সেখানে কোনো কারণ ছাড়াই তিন ঘণ্টা পিটায়। তারপর ইসরাইল মৃধা বলেন, তুই বাঁচতে চাইলে যাদের নাম বলব, তুই তাদের নাম বলবি।’

আকরাম বলেন, ‘কিছুক্ষণ পর রেলওয়ের বেশ কিছু পুরাতন মালামাল আমার সামনে রাখা হয়। তারপর বলতে বলা হয়, আমি এগুলো সেল ডিপো থেকে চুরি করেছি। এর সঙ্গে জড়িত আরএনবির কৃষ্ণ চক্রবর্তী। অথচ তিনি এর সঙ্গে জড়িত ছিলেন না।’

সিসিটিভি ফুটেজে চুরির দৃশ্যের বিষয়ে প্রশ্ন করা হলে আকরাম আলী বলেন, ‘এক সময় চুরি করতাম। কিন্তু এখন চুরি করি না। রিকশা চালিয়ে আয় রোজগার করি। সিসিটিভি ফুটেজটি ওই দিনের না, অনেক আগের।’

অভিযোগের বিষয়ে পাহাড়তলী স্টোর শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসরাইল মৃধা আজকের পত্রিকাকে বলেন, ‘চোর-তো অনেক কথা বলবে। তাঁর সব অভিযোগ মিথ্যা। জোর করে এনে স্বীকারোক্তি আদায় করিনি।’

আরএনবির কমান্ড্যান্ট (পূর্ব) শফিকুল ইসলাম মৃধা বলেন, ‘জোর করে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ আমরাও পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

২০২০ সালের ২৭ জুন সেল ডিপোতে রেলের মালামাল পাচারের অভিযোগে চারজনকে আটক করা হয়। পরদিন আটকৃত আসামিদের একজনকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে ইসরাইল মৃধার বিরুদ্ধে। এই ঘটনায় ইসরাইল মৃধাকে সাময়িক বরখাস্তও করা হয়।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল