হোম > অপরাধ > চট্টগ্রাম

সেচ দেওয়া নিয়ে বিতণ্ডায় প্রবাসীকে পিটিয়ে হত্যা

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে জমিতে পুকুর থেকে পানি সেচ দেওয়া নিয়ে কথা-কাটাকাটির জের ধরে বাদশা মিয়া (৪২) নামের এক প্রবাসীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ মোহাম্মদ মাহাবুব (৫০) নামের একজনকে আটক করেছে। আজ শনিবার দুপুরে উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নে এ ঘটনা ঘটে। হাটহাজারী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় বাদশা মিয়ার স্ত্রী রেহেনা আক্তার থানায় হত্যা মামলা করবেন বলে জানিয়েছেন।

এ নিয়ে হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) নুরে এ হাবিব ফয়সাল বলেন, বাদশা মিয়ার লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বাদশা মিয়া ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর দুই সন্তান রয়েছে। দুই মাস আগে তিনি ওমান থেকে দেশে আসেন।

নিহতের শ্যালক নুরুল মোমেন জানান, মাহাবুব আজ সকালে বাদশা মিয়ার পৈতৃক পুকুর থেকে শ্যালো মেশিন দিয়ে ফসলি জমিতে পানি দেওয়ার চেষ্টা করেন। শুষ্ক মৌসুমে পুকুরে পানি কম থাকায় বাদশা তাঁকে বাধা দেন। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে মাহাবুব ক্ষিপ্ত হয়ে বাদশাকে বেধড়ক মারধর করেন। পরে উদ্ধার করে মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির