হোম > অপরাধ > চট্টগ্রাম

ভাবিকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দেবর

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ভাবিকে (৩০) ধর্ষণ করার অভিযোগে দেবর মো. তারেক রহমানকে (২৪) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত শুক্রবার রাতে কোম্পানীগঞ্জর গাংচিল বাজার থেকে তারেক রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তারকৃত তারেক রহমান উপজেলার চরএলাহী ইউনিয়নের গাংচিল এলাকার আবুল হাসেমের ছেলে। তিনি ১০ মাস ধরে পলাতক ছিলেন। 

জানা গেছে, গত বছরের ২০ মে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/ ২০০৩)-এর ৯ (১) ধারায় ধর্ষণ করার অভিযোগে দেবরের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মামলা করেন ভাবি। মামলা নম্বর ৩৪। পরে অভিযুক্ত তারেক রহমান ১০ মাস পলাতক ছিলেন। 

চলতি বছরের ২৩ মার্চ মামলাটি জেলা গোয়েন্দা শাখায় স্থানান্তর করা হয়। এরপরই জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। 

গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল