হোম > অপরাধ > চট্টগ্রাম

খেলাকে কেন্দ্র করে যুবককে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ৪

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী পৌর শহরের আনসার ক্যাম্প-সংলগ্ন সড়কে খেলাকে কেন্দ্র করে কামরুল হাসান জোবায়ের (১৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে মারা যান তিনি। এর আগে একই দিন সন্ধ্যায় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের এতিমখানা সড়কে এ ঘটনা ঘটে। 

গ্রেপ্তারকৃতরা হলেন তিন সহোদর বোরহান উদ্দিন রাকিব (২২), আশরাফুল ইসলাম পিয়াস (১৯), আরিফুল ইসলাম (১৬) ও শাহিদ আলম রিমন (১৬)। 

হত্যাকাণ্ডের শিকার জোবায়ের বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের আলাদিনগর গ্রামের কামাল উদ্দিনের ছেলে। নোয়াখালী আইডিয়াল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের সিভিল টেকনোলজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন তিনি। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে বাড়ির পার্শ্ববর্তী একটি মাঠে খেলাকে কেন্দ্র করে স্থানীয় রাকিব নামে এক যুবকের সঙ্গে জোবায়েরের বাগ্‌বিতণ্ডা হয়। এরই জেরে রাকিব তাঁর লোকজন নিয়ে জোবায়েরকে মারধর করলে স্থানীয় লোকজন বিষয়টি সমাধান করে দেন। সমাধানের পর বাড়িতে যাওয়ার সময় রাকিবের ভাই জোবায়েরকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগালি করেন। এর প্রতিবাদ করে বাসায় চলে যান জোবায়ের। পরে সন্ধ্যায় লাদেন নামের একজনের কল পেয়ে বাড়ি থেকে বের হয়ে যান তিনি। এ সময় রাকিবসহ তাঁর তিন ভাই লোকজন নিয়ে জোবায়েরের ওপর হামলা চালান এবং তাঁকে পিটিয়ে ও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। 

ঘটনার পরপরই স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতাল, পরে উন্নত চিকিৎসার জন্য কুমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জোবায়েরকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ কুমিল্লা মেডিকেলের মর্গে রয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সাত-আট জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। 

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, এ ঘটনায় তিন সহোদরসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ কুমেক থেকে নোয়াখালীতে পাঠানো হবে। 

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি