হোম > অপরাধ > চট্টগ্রাম

ফেনীতে ১৬ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি

ফেনীর লালপুলে অভিযান চালিয়ে ৩ হাজার ২২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি মীর আহাম্মদকে (৫২) গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বুধবার দিবাগত রাতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত মীর আহাম্মদ টেকনাফের তুলাতুলি হোয়াইকং গ্রামের মৃত এজাহার মিয়ার ছেলে।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক মাদক ব্যবসায়ী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল বাজারের হক হোটেলের সামনে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছেন। এ সময় র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে মীর আহাম্মদকে গ্রেপ্তার করে।

পরে তাঁকে জিজ্ঞাসাবাদ ও শরীরে তল্লাশি চালিয়ে পাঞ্জাবির পকেট থেকে ১৬টি প্যাকেটে মোট ৩ হাজার ২২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৬ লাখ ১২ হাজার ৫০০ টাকা।

ফেনীর র‌্যাব-৭ এর উপপরিচালক আবদুল্লাহ আল জাবের ইমরান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ তিনি কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে ইয়াবা কিনে ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন জায়গার মাদক কারবারি ও মাদক সেবনকারীদের কাছে অধিক মূল্যে বিক্রি করে আসছেন।

উপপরিচালক আরও বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত ব্যক্তি ও জব্দকৃত ইয়াবা ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী