হোম > অপরাধ > চট্টগ্রাম

কাশিয়াইশ ইউপিতে খুনের ঘটনায় জসিমুল আনোয়ার খাঁনের জামিন

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়া উপজেলার ইউপি নির্বাচনে জের ধরে কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ভাই খুনের ঘটনায় মামলার আসামি জসিমুল আনোয়ার খাঁন জামিন পেয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক আজিজ আহমেদ ভূঞা উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে এ আদেশ দেন।

মামলার আসামির পক্ষের আইনজীবী অ্যাড. জিয়া উদ্দিন বলেন, ‘পরিকল্পিতভাবে আমার মক্কেলকে ফাঁসানো হয়েছে। আজ আদালত দুই পক্ষের যুক্তিতর্ক শুনে পুলিশ তদন্ত না দেওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন।’ 

জানা যায়, গত ২২ এপ্রিল রাতে ইউনিয়নের বুধপুরা বাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন কাশিয়াইশ ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের ছোট ভাই মোহাম্মদ সোহেল। এ সময় আরও তিনজন ছুরিকাঘাতে আহত হন। 

ঘটনার পরদিন চেয়ারম্যান আবুল কাশেম বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে এবং আরও ১০ / ১২ জনকে অজ্ঞাত আসামি করে পটিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এ মামলায় এখনো পর্যন্ত পাঁচজন আটক রয়েছেন। 

মামলায় ষড়যন্ত্রমূলক ভাবে জড়ানো হয়েছে বলে উল্লেখ করে জসিমুল আনোয়ার খাঁন বলেন, ‘ঘটনার দিন আমি চট্টগ্রাম শহরের পাঁচলাইশ এলাকায় কমিউনিটি পুলিশিং মিটিংয়ে ছিলাম। যার প্রমাণ সহকারে আমি আদালতে দেখিয়েছি। আদালত সব ধরনের প্রক্রিয়া দেখে আমাকে এ মিথ্যা মামলা থেকে জামিন দিয়েছেন।’

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি

কর্ণফুলীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা