হোম > অপরাধ > চট্টগ্রাম

কাশিয়াইশ ইউপিতে খুনের ঘটনায় জসিমুল আনোয়ার খাঁনের জামিন

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়া উপজেলার ইউপি নির্বাচনে জের ধরে কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ভাই খুনের ঘটনায় মামলার আসামি জসিমুল আনোয়ার খাঁন জামিন পেয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক আজিজ আহমেদ ভূঞা উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে এ আদেশ দেন।

মামলার আসামির পক্ষের আইনজীবী অ্যাড. জিয়া উদ্দিন বলেন, ‘পরিকল্পিতভাবে আমার মক্কেলকে ফাঁসানো হয়েছে। আজ আদালত দুই পক্ষের যুক্তিতর্ক শুনে পুলিশ তদন্ত না দেওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন।’ 

জানা যায়, গত ২২ এপ্রিল রাতে ইউনিয়নের বুধপুরা বাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন কাশিয়াইশ ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের ছোট ভাই মোহাম্মদ সোহেল। এ সময় আরও তিনজন ছুরিকাঘাতে আহত হন। 

ঘটনার পরদিন চেয়ারম্যান আবুল কাশেম বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে এবং আরও ১০ / ১২ জনকে অজ্ঞাত আসামি করে পটিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এ মামলায় এখনো পর্যন্ত পাঁচজন আটক রয়েছেন। 

মামলায় ষড়যন্ত্রমূলক ভাবে জড়ানো হয়েছে বলে উল্লেখ করে জসিমুল আনোয়ার খাঁন বলেন, ‘ঘটনার দিন আমি চট্টগ্রাম শহরের পাঁচলাইশ এলাকায় কমিউনিটি পুলিশিং মিটিংয়ে ছিলাম। যার প্রমাণ সহকারে আমি আদালতে দেখিয়েছি। আদালত সব ধরনের প্রক্রিয়া দেখে আমাকে এ মিথ্যা মামলা থেকে জামিন দিয়েছেন।’

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল