কুমিল্লার চৌদ্দগ্রাম থানার পুলিশ গত বছর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫ কোটি টাকা মূল্যের মাদক উদ্ধার করেছে। ওই সব অভিযানে ২৪০টি মামলায় ২৮৯ জন মাদক ব্যবসায়ী ও পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা মাদকের মধ্যে ১ হাজার ৫৩ কেজি গাঁজা, ২ হাজার ৩৭২ বোতল ফেনসিডিল ও ৯ হাজার ৪৯০ পিস ইয়াবা রয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গত বছরের জানুয়ারি মাসে ৫১ কেজি গাঁজা, ৩৯৯ বোতল ফেনসিডিল, ১২ বোতল বিদেশি মদ ও ৪২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় ২০টি মামলায় ২৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। ফেব্রুয়ারি মাসে ১৬৩ পিস ইয়াবা, ৩৭ কেজি গাঁজা, ৩২৬ বোতল ফেনসিডিল ও ৩১ বোতল হুইস্কি উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় ২১টি মামলায় ২৮ জনকে গ্রেপ্তার করা হয়। মার্চ মাসে ৪৩৫ পিস ইয়াবা, ৫৮ কেজি গাঁজা ও ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় ২০টি মামলায় ৩৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়। এপ্রিল মাসে ৫০ কেজি গাঁজা, ৬৪ বোতল ফেনসিডিল, ২৫৬ পিস ইয়াবা ও ১৪৪ বোতল হুইস্কি উদ্ধার করা হয়। এসব ঘটনায় পুলিশ বাদী ১৪টি মামলায় ১২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
মে মাসে ৬০ কেজি গাঁজা ও ২৯৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ১৭টি মাদক মামলায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। জুন মাসে ১৬৬ কেজি গাঁজা, ৩৪ বোতল ফেনসিডিল, ৯৩৮ পিস ইয়াবা, ৪২ বোতল বিয়ার ও ২৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ সময় ২৬ মামলায় ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়। জুলাই মাসে ৫৮ কেজি গাঁজা, ১ হাজার ৫২ পিস ইয়াবা, ৮ বোতল বিয়ার, ১২ বোতল হুইস্কি, ৮ বোতল স্ক্যাপ সিরাপ ও ১৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় ১৭ মামলায় পুলিশ ২৫ জনকে গ্রেপ্তার করেছে। আগস্ট মাসে ২০১ কেজি গাঁজা, ২০০ পিস ইয়াবা, ১১০ বোতল ফেনসিডিল, ২০ বোতল হুইস্কি, ২৩ বোতল বিয়ার ও ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় ২৩ মামলায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেপ্টেম্বরে ১২৩ কেজি গাঁজা, ৪৮৪ বোতল ফেনসিডিল, ৯০৬ পিস ইয়াবা ও ১৪৯ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার করা হয়। এ সময় ২৪ মামলায় ৩১ জনকে গ্রেপ্তার করা হয়। অক্টোবর মাসে ৯৭ কেজি গাঁজা, ৩৩৫ বোতল ফেনসিডিল, ২৫ পিস ইয়াবা, ১৬ বোতল হুইস্কি, ৬৫ বোতল স্ক্যাপ সিরাজ ও ১৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সকল ঘটনায় ২২ মামলায় ২২ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
নভেম্বর মাসে ১০৭ কেজি গাঁজা, ৪ হাজার ৮৪১ পিস ইয়াবা ও ২৬৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় ২১ মামলায় ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিসেম্বর মাসে ৪২ কেজি গাঁজা, ৪২ কেজি ফেনসিডিল ও ১৯১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় ১৫ মামলায় ১৮ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, কুমিল্লা পুলিশ সুপারের নির্দেশে চৌদ্দগ্রামকে মাদকমুক্ত করার জন্য থানা-পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত বছরের ন্যায় চলতি বছরেও মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরালোভাবে পরিচালনা করা হবে।