হোম > অপরাধ > চট্টগ্রাম

রুমায় একই পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় ২২ জন গ্রেপ্তার

রুমা (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের রুমা উপজেলার গালেঙ্গ্যা ইউনিয়নের দুর্গম আবুপাড়া (পাড়াপ্রধান) কারবারিসহ পাঁচজনকে হত্যা করার অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করেছে রুমা থানার পুলিশ। গতকাল শুক্রবার রাতে আসামিদের গ্রেপ্তার করা হয়। কারবারি ও তাঁর চার ছেলেকে পরিকল্পিতভাবে খুন করার অপরাধে এজাহারভুক্ত আসামি হিসেবে এই ২২ জনকে গ্রেপ্তার করা হয়।

রুমা থানার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আবুল কাসেম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের আজ শনিবার সকালে বান্দরবান জেলা আদালতে পাঠানো হয়েছে। 

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি রাতে কুসংস্কার ও পাড়ার জুমের জমি নিয়ে বিরোধে রুমা উপজেলার গালেঙ্গ্যা ইউনিয়নের দুর্গম আবুপাড়া কারবারি (পাড়াপ্রধান) লকরুই ম্রো ও তাঁর চার ছেলেসহ মোট পাঁচজনকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যার পর পাঁচটি মরদেহ গুম করার উদ্দেশ্যে আবুপাড়ার পার্শ্ববর্তী জঙ্গলে ঝরনার গভীর খাদে ফেলে দেওয়া হয়। 

খবর পেয়ে গতকাল শুক্রবার বিকেলে মরদেহ পাঁচটি উদ্ধার করে রুমা থানায় নিয়ে আসে পুলিশের একটি দল। নিহত লেং নি ম্রোর স্ত্রী হাইপয় ম্রো বাদী হয়ে রুমা থানায় হত্যা মামলা দায়ের করেন।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল