হোম > অপরাধ > চট্টগ্রাম

রুমায় একই পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় ২২ জন গ্রেপ্তার

রুমা (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের রুমা উপজেলার গালেঙ্গ্যা ইউনিয়নের দুর্গম আবুপাড়া (পাড়াপ্রধান) কারবারিসহ পাঁচজনকে হত্যা করার অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করেছে রুমা থানার পুলিশ। গতকাল শুক্রবার রাতে আসামিদের গ্রেপ্তার করা হয়। কারবারি ও তাঁর চার ছেলেকে পরিকল্পিতভাবে খুন করার অপরাধে এজাহারভুক্ত আসামি হিসেবে এই ২২ জনকে গ্রেপ্তার করা হয়।

রুমা থানার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আবুল কাসেম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের আজ শনিবার সকালে বান্দরবান জেলা আদালতে পাঠানো হয়েছে। 

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি রাতে কুসংস্কার ও পাড়ার জুমের জমি নিয়ে বিরোধে রুমা উপজেলার গালেঙ্গ্যা ইউনিয়নের দুর্গম আবুপাড়া কারবারি (পাড়াপ্রধান) লকরুই ম্রো ও তাঁর চার ছেলেসহ মোট পাঁচজনকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যার পর পাঁচটি মরদেহ গুম করার উদ্দেশ্যে আবুপাড়ার পার্শ্ববর্তী জঙ্গলে ঝরনার গভীর খাদে ফেলে দেওয়া হয়। 

খবর পেয়ে গতকাল শুক্রবার বিকেলে মরদেহ পাঁচটি উদ্ধার করে রুমা থানায় নিয়ে আসে পুলিশের একটি দল। নিহত লেং নি ম্রোর স্ত্রী হাইপয় ম্রো বাদী হয়ে রুমা থানায় হত্যা মামলা দায়ের করেন।

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা