হোম > অপরাধ > চট্টগ্রাম

ছোট ভাইয়ের কবজি কেটে নেওয়া বড় ভাই গ্রেপ্তার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  

কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতের কবজি কেটে নেওয়া বড় ভাইকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা-পুলিশ। আজ বুধবার বিকেলে দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুর রহিম প্রকাশ রহমান (৩৬) উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সোনাইছড়ি এলাকার বাসিন্দা হাজী শের আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত ১৩ জুন পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে সৎ ছোট ভাই মোহাম্মদ আবদুরের (৩২) বাম হাতে ধারালো দা দিয়ে কোপ দেন আব্দুর রহিম প্রকাশ। এতে ছোট ভাইয়ের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার পর থেকে পলাতক ছিলেন তিনি। এ ঘটনার পর গত ৯ জুলাই ফৌজদারি আইনে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, এসআই সাজ্জাদের নেতৃত্বে উখিয়া থানা-পুলিশের একটি টিম দীর্ঘ দিন প্রচেষ্টার পর নিজ ভাইয়ের হাতের কবজি কেটে নেওয়া রহমানকে গ্রেপ্তার করে। আসামির বিরুদ্ধে ৩২৬,৩০৭, ৪২৭ ও ৫০৬ ধারায় উখিয়া থানায় দায়ের করা হয়েছে।

এদিকে অভিযুক্ত সৎ ভাই গ্রেপ্তার হওয়ায় পুলিশকে ধন্যবাদ জানিয়ে সর্বোচ্চ বিচারের দাবি জানিয়েছেন হামলার শিকার মোহাম্মদ আবদু।

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল