হোম > অপরাধ > চট্টগ্রাম

ধর্ষণের ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার, মামলা পিবিআইকে হস্তান্তর

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল উপজেলার পাল্লা বাজারে চাকরির প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে (২৩) মারধর, ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনায় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনার দায়ের করা মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই)  কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি ফুয়াদ আল মতিনকে (৩৮) এরই মধ্যে গ্রেপ্তার করেছে পিবিআই। 

আজ মঙ্গলবার সকালে চাটখিল থানা থেকে ভুক্তভোগীর দায়ের করা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ৮ (১) তৎসহ নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাটি পিটিআইকে হস্তান্তর করা হয়েছে। মামলাটি তদন্ত করছে জেলা পিবিআই ইন্সপেক্টর সিরাজুল মোস্তফা।

মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিয়ে জেলা পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন পিবিআই কুমিল্লার পুলিশ সুপার মো. মিজানুর রহমান। 

গ্রেপ্তারকৃত আসামি পাঁচগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বলে নিশ্চিত করেছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী।

পুলিশ সুপার জানান, ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনায় দুজনকে আসামি করে ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। গতকাল সোমবার বিকেলে মামলার প্রধান আসামি ফুয়াদ আল মতিনকে কুমিল্লার কন্দিরপাড় এলাকার একটি আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই হোটেলে নিজের নাম মাসুদ রানা ও বাবার নাম একরামুল হক ব্যবহার করে অবস্থান নেন। মঙ্গলবার-বুধবারের কোনো এক সময় তিনি পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। 

গ্রেপ্তারকৃত আসামির ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি নেওয়ার আবেদন ও ভুক্তভোগী নারীর ২২ধারায় জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে পাঠানো হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ফুয়াদ গৃহবধূকে ধর্ষণের কথা স্বীকার করেছেন।

উল্লেখ, গত রোববার সকাল ১০টায় নোয়াখালীর চাটখিলের স্থানীয় পাল্লা বাজারে যুবলীগ নেতা ফুহাদ আল মতিনের ব্যক্তিগত অফিসে ওই নারীকে নেশাদ্রব্য খাইয়ে ধর্ষণ করেন। প্রথমে তাঁকে চড়থাপ্পড় মারে, পরে ধর্ষণ করার সময় তা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে ফুহাদের অপর সঙ্গী। একপর্যায়ে ওই নারীকে অর্ধ অচেতন অবস্থায় অফিস থেকে বের করে দেন। পরে ওই নারী সিএনজিচালিত অটোরিকশা চালকের সহায়তায় প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরে খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে ওই নারীর অভিযোগ গ্রহণ করেন।

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে অবস্থান কর্মসূচিতে বসেছে ইনকিলাব মঞ্চ

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত