হোম > অপরাধ > চট্টগ্রাম

ধর্ষণের ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার, মামলা পিবিআইকে হস্তান্তর

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল উপজেলার পাল্লা বাজারে চাকরির প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে (২৩) মারধর, ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনায় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনার দায়ের করা মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই)  কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি ফুয়াদ আল মতিনকে (৩৮) এরই মধ্যে গ্রেপ্তার করেছে পিবিআই। 

আজ মঙ্গলবার সকালে চাটখিল থানা থেকে ভুক্তভোগীর দায়ের করা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ৮ (১) তৎসহ নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাটি পিটিআইকে হস্তান্তর করা হয়েছে। মামলাটি তদন্ত করছে জেলা পিবিআই ইন্সপেক্টর সিরাজুল মোস্তফা।

মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিয়ে জেলা পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন পিবিআই কুমিল্লার পুলিশ সুপার মো. মিজানুর রহমান। 

গ্রেপ্তারকৃত আসামি পাঁচগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বলে নিশ্চিত করেছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী।

পুলিশ সুপার জানান, ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনায় দুজনকে আসামি করে ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। গতকাল সোমবার বিকেলে মামলার প্রধান আসামি ফুয়াদ আল মতিনকে কুমিল্লার কন্দিরপাড় এলাকার একটি আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই হোটেলে নিজের নাম মাসুদ রানা ও বাবার নাম একরামুল হক ব্যবহার করে অবস্থান নেন। মঙ্গলবার-বুধবারের কোনো এক সময় তিনি পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। 

গ্রেপ্তারকৃত আসামির ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি নেওয়ার আবেদন ও ভুক্তভোগী নারীর ২২ধারায় জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে পাঠানো হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ফুয়াদ গৃহবধূকে ধর্ষণের কথা স্বীকার করেছেন।

উল্লেখ, গত রোববার সকাল ১০টায় নোয়াখালীর চাটখিলের স্থানীয় পাল্লা বাজারে যুবলীগ নেতা ফুহাদ আল মতিনের ব্যক্তিগত অফিসে ওই নারীকে নেশাদ্রব্য খাইয়ে ধর্ষণ করেন। প্রথমে তাঁকে চড়থাপ্পড় মারে, পরে ধর্ষণ করার সময় তা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে ফুহাদের অপর সঙ্গী। একপর্যায়ে ওই নারীকে অর্ধ অচেতন অবস্থায় অফিস থেকে বের করে দেন। পরে ওই নারী সিএনজিচালিত অটোরিকশা চালকের সহায়তায় প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরে খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে ওই নারীর অভিযোগ গ্রহণ করেন।

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী