হোম > অপরাধ > চট্টগ্রাম

টেকনাফে বিজিবির অভিযানে আইস ও ইয়াবা জব্দ, তিন রোহিঙ্গা আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে পাচারকালে ১ কেজি ২৯৪ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ১০ হাজার ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার ভোরে টেকনাফ ব্যাটালিয়ন-২-এর বিজিবি সদস্যরা জালিয়ার দ্বীপ এলাকা থেকে মাদকের চালানসহ রোহিঙ্গাদের আটক করেন। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি কাঠের নৌকা জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার। 

আটককৃতরা হলেন উখিয়া উপজেলার ৩ নম্বর কুতুপালং এফডিএমএন ক্যাম্পের মোহাম্মদ হোসাইনের ছেলে মো. সাকের (২২), ১২ নম্বর বালুখালী এফডিএমএন ক্যাম্পের আবু সিদ্দিকের ছেলে মো. জাবের (১৯) ও মিয়ানমারের মংডু থানার শিকদারপাড়ার হাছনের ছেলে মোহাম্মদ ইউনুস (২৩)। 
 
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদর ও দমদমিয়া বিওপি থেকে চোরাচালান প্রতিরোধের দুটি টহল দল ওই এলাকায় কয়েকটি উপদলে ভাগ হয়ে অবস্থান নেয়। একপর্যায়ে টহল দলের সদস্যরা ৮-১০ জনকে দুটি কাঠের নৌকা নিয়ে মিয়ানমার থেকে শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে জালিয়ার দ্বীপের দিকে আসতে দেখেন। নৌকা দুটি শূন্যরেখা অতিক্রম করে জালিয়ার দ্বীপের কাছে এলে বিজিবির নৌ টহলদল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় দুটি নৌকার কয়েক জন আরোহী নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের লাল দ্বীপের দিকে পালিয়ে যায়। বিজিবি টহলদল তিনজন পাচারকারীকে দুটি নৌকাসহ আটক করতে সক্ষম হয়। আটককৃতদের স্বীকারোক্তিতে নৌকার পাটাতনের নিচ থেকে একটি প্লাস্টিকের ব্যাগের ভেতরে ১ কেজি ২৯৪ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং ১০ হাজার ইয়াবা জব্দ করা হয়। 

বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, আটক আসামিদের বিরুদ্ধে অবৈধভাবে মাদক বহন ও পাচারের দায়ে নিয়মিত মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট