হোম > অপরাধ > চট্টগ্রাম

টেকনাফে বিজিবির অভিযানে আইস ও ইয়াবা জব্দ, তিন রোহিঙ্গা আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে পাচারকালে ১ কেজি ২৯৪ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ১০ হাজার ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার ভোরে টেকনাফ ব্যাটালিয়ন-২-এর বিজিবি সদস্যরা জালিয়ার দ্বীপ এলাকা থেকে মাদকের চালানসহ রোহিঙ্গাদের আটক করেন। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি কাঠের নৌকা জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার। 

আটককৃতরা হলেন উখিয়া উপজেলার ৩ নম্বর কুতুপালং এফডিএমএন ক্যাম্পের মোহাম্মদ হোসাইনের ছেলে মো. সাকের (২২), ১২ নম্বর বালুখালী এফডিএমএন ক্যাম্পের আবু সিদ্দিকের ছেলে মো. জাবের (১৯) ও মিয়ানমারের মংডু থানার শিকদারপাড়ার হাছনের ছেলে মোহাম্মদ ইউনুস (২৩)। 
 
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদর ও দমদমিয়া বিওপি থেকে চোরাচালান প্রতিরোধের দুটি টহল দল ওই এলাকায় কয়েকটি উপদলে ভাগ হয়ে অবস্থান নেয়। একপর্যায়ে টহল দলের সদস্যরা ৮-১০ জনকে দুটি কাঠের নৌকা নিয়ে মিয়ানমার থেকে শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে জালিয়ার দ্বীপের দিকে আসতে দেখেন। নৌকা দুটি শূন্যরেখা অতিক্রম করে জালিয়ার দ্বীপের কাছে এলে বিজিবির নৌ টহলদল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় দুটি নৌকার কয়েক জন আরোহী নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের লাল দ্বীপের দিকে পালিয়ে যায়। বিজিবি টহলদল তিনজন পাচারকারীকে দুটি নৌকাসহ আটক করতে সক্ষম হয়। আটককৃতদের স্বীকারোক্তিতে নৌকার পাটাতনের নিচ থেকে একটি প্লাস্টিকের ব্যাগের ভেতরে ১ কেজি ২৯৪ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং ১০ হাজার ইয়াবা জব্দ করা হয়। 

বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, আটক আসামিদের বিরুদ্ধে অবৈধভাবে মাদক বহন ও পাচারের দায়ে নিয়মিত মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি

কুমিল্লায় বাস ধর্মঘটে অচল গণপরিবহন, চরম দুর্ভোগে যাত্রীরা

কার্ডিকন চট্টগ্রাম-২০২৫: দেশীয় চিকিৎসার ওপর আস্থা তৈরির তাগিদ

থানচিতে ভিডব্লিউবি কর্মসূচি: সরকারি সঞ্চয়ের টাকা পাচ্ছেন না ১২০০ নারী

মাতারবাড়ী ও চট্টগ্রাম বন্দর পরিদর্শনে আশিক চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়ায় যুবক গুলিবিদ্ধ

৩০৮৫ কোটি টাকা আত্মসাতে এস আলম ও জনতা ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে দুই মামলা