হোম > অপরাধ > চট্টগ্রাম

বান্দরবানে একই পরিবারের ৫ জন খুন, নেপথ্যে জুম নিয়ে বিরোধ

বান্দরবান ও রুমা প্রতিনিধি

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম গ্যালেঙ্গা ইউনিয়নে এক পাড়াপ্রধান (কারবারি) ও তাঁর চার ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রুমা উপজেলার ৪ নম্বর গ্যালেঙ্গা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আবু ম্রোপাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে। 

নিহতরা হলেন—আবু ম্রোপাড়া কারবারি লুং ই ম্রো (৬০), তাঁর চার ছেলে রুনতুই ম্রো (৩৫), লেং নি ম্রো (৩২), মেওয়াই ম্রো (৩০) ও রিং রাও ম্রো (২৮)। 

গ্যালেঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেনরত ম্রো এ তথ্য নিশ্চিত করেন। ইউপি চেয়ারম্যান বলেন, ‘ওই পাড়ায় জুমচাষের বিরোধ নিয়ে বৃহস্পতিবার রাতে একটি সালিশ বসে। সালিশের একপর্যায়ে পাড়ার লোকজন পাড়া কারবারি লুং ই ম্রোর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় কারবারির ছেলেরা এগিয়ে এলে তাঁদের ওপরও পাড়ার লোকজন ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই কারবারি ও তাঁর চার ছেলে মারা যান।’ 

নিরাপত্তা বাহিনীর সূত্র এ হত্যাকাণ্ডের খবর পাওয়ার কথা জানিয়েছেন। তবে দুর্গম এলাকা হওয়ায় বিকেল পর্যন্ত বিস্তারিত তথ্য জানা যায়নি। 

রুমা মুরং বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির আহমেদ সিকদার বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে দুর্গম আবু ম্রোপাড়ায় একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে হত্যার খবর পেয়েছেন। 

আমাদের রুমা উপজেলা প্রতিনিধি শৈহ্লাচিং মারমা আজ শুক্রবার বেলা ৩টার দিকে জানান, রুমা থানার পুলিশের একটি দল ঘটনাস্থল গ্যালেঙ্গার আবুপাড়ায় পৌঁছেছে। এরপর বিস্তারিত তথ্য জানা যাবে। 

শৈহ্লা চিং মারমা বিকেল সাড়ে ৩টার দিকে জানান, তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন। পাড়ায় থমথমে অবস্থা বিরাজ করছে। তিনি জানতে পেরেছেন, মরদেহগুলো দুপুর ৩টা পর্যন্ত পাওয়া যায়নি। মরদেহগুলো পাশের ঝরনায় ফেলে দেওয়া হয়েছে বলে তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন। 

রুমা থানার পরিদর্শক (তদন্ত) কাজী রকিব উদ্দিন বলেন, ‘আবু ম্রোপাড়ার কারবারি ও তাঁর চার ছেলেসহ পাঁচজনকে কুপিয়েছে বলে খবর পেয়েছি। রুমা থানা থেকে পুলিশ আবু ম্রোপাড়ার ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ফিরে এলে বিস্তারিত জানা যাবে।’ 

জানা গেছে, রুমা বাজার থেকে গ্যালেঙ্গা ইউনিয়ন প্রায় ১৫ কিলোমিটার দূরে। তবে এলাকাটি দুর্গম হওয়ায় সেখানে যেতে কয়েক ঘণ্টা লাগে। সেখানে সড়ক যোগাযোগ না থাকায় নৌকা ও হাঁটা পথে কয়েক ঘণ্টা লাগে। 

স্থানীয় সূত্র জানায়, আবু ম্রোপাড়ার কারবারির সঙ্গে পাড়ার বাসিন্দাদের দীর্ঘদিনের বিরোধ ছিল। বৃহস্পতিবার রাতেও এসব বিষয় নিয়ে সালিশে বসলে একপর্যায়ে পাড়ার লোকজন কারবারির ওপর চড়াও হয় এবং ধারালো দা দিয়ে তাঁদের কোপায়। এতে তাঁরা ঘটনাস্থলেই মারা যান। 

এ ব্যাপারে বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার সাংবাদিকদের বলেন, রুমা উপজেলার দুর্গম গ্যালেঙ্গা ইউনিয়নের আবু ম্রোপাড়ায় কারবারিসহ একই পরিবারের পাঁচজন নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে দূরবর্তী ও দুর্গম পথ হওয়ায় ঘটনার বিস্তারিত জানতে দেরি হচ্ছে।

চবির বিবৃতিতে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শেরে বাংলা

পটিয়ায় আওয়ামী লীগের বিজয় দিবস উদ্‌যাপন, ক্ষুব্ধ জুলাই গণ-অভ্যুত্থানকারীরা

চট্টগ্রামের ফটিকছড়ি: পাহাড়-টিলা সাবাড়, ভরাট হচ্ছে পুকুর

কক্সবাজারের চকরিয়া: মাতামুহুরীতে বেড়া দিয়ে মাছ চাষ বিএনপি নেতার

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য: চবি ভিসি-প্রোভিসি ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ, ছাত্রদল-শিবিরের উত্তেজনা

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

চবির সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

কোম্পানীগঞ্জে কৃষকের দুটি গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের