হোম > অপরাধ > চট্টগ্রাম

বাঁশখালীতে কিশোরী ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার 

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে শাহাদাত হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রামের পাহাড়তলীর অলংকার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহাদত হোসেন বাঁশখালীর উপজেলার প্রেমাশিয়া এলাকার বাসিন্দা।

র‍্যাব-৭ সূত্রে জানা যায়, ওই কিশোরীর বয়স ১১ বছর। বাঁশখালীতে সে তার সৎ মায়ের সঙ্গে থাকত। তার বাবা সাগরে মাছ ধরেন। কিশোরীর সৎ মায়ের সঙ্গে আসামি মো. আরাফাত এবং শাহাদাতের পরকীয়া ছিল। মেয়েটির বাবা যখন সাগরে মাছ ধরতে যেত তখন আসামিরা প্রায় তাদের বাড়িতে আসত। গত বছরের অক্টোবরের ২-৪ তারিখে ভিকটিমের বাবা যখন মাছ ধরার জন্য সাগরে অবস্থান করছিল সেই সুযোগে আসামি আরাফাত ও শাহাদাত মেয়েটিকে ধর্ষণ করে।

পরবর্তীতে ২৮ অক্টোবর তার দাদি তাদের বাড়িতে বেড়াতে আসেন। কিশোরীকে অসুস্থ অবস্থায় দেখে দাদির সন্দেহ হলে তিনি কারণ জানতে চান। এ সময় কিশোরী তার দাদিকে ধর্ষণের কথা খুলে বলে। কিশোরীর দাদি ডাক্তারি পরীক্ষা করে জানতে পারেন মেয়েটি গর্ভবতী। পরে কিশোরীর বাবা বাড়িতে এসে ঘটনা জানতে পেরে ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, গণধর্ষণের মামলার পর থেকে অভিযুক্ত আসামিরা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আসামি শাহাদত পাহাড়তলীতে অবস্থান করছে জানতে পেরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহাদত ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি