হোম > অপরাধ > চট্টগ্রাম

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে মো. ইয়াছিন (৩৫) নামের এক রোহিঙ্গা নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে পালংখালী ইউনিয়নের জামতলী ১৫ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা, ক্যাম্পে  আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মো. ইয়াছিন একই ক্যাম্পের সি-১ ব্লকের বাসিন্দা আব্দুল বারীর ছেলে এবং ক্যাম্পে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার পরিচালনাধীন লার্নিং সেন্টারের নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন ও স্থানীয়দের বরাতে ওসি মো. শামীম হোসেন বলেন, রাতে মো. ইয়াছিন প্রতিদিনের মতো নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছিলেন। রাত সাড়ে ১০ টার দিকে মুখোশপরা ৭-৮ জনের অজ্ঞাত দুষ্কৃতিকারি তাঁকে ঘিরে মারধর শুরু করে। একপর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে ইয়াছিনকে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মো. ইয়াছিন ঘটনাস্থলেই মারা যায়।

ওসি আরও বলেন,  কারা, কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ তা এখনো নিশ্চিত নয়। তবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে  গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট